Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : 

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. হামিদুর রহমান (৩৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

হামিদুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিন বলেন, রাত আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হামিদুর রহমান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী মামলায় তিনি কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি জানা নেই।

সবুজ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন, তার হাজতি নম্বর ১৫৫১ /এ। তবে কি মামলায় আটক ছিলেন তা জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশের সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. হামিদুর রহমান (৩৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

হামিদুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিন বলেন, রাত আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হামিদুর রহমান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী মামলায় তিনি কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়টি জানা নেই।

সবুজ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন, তার হাজতি নম্বর ১৫৫১ /এ। তবে কি মামলায় আটক ছিলেন তা জানাতে পারেননি তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।