Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডয়েচে ভেলে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার তয়াছির বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার তয়াছির বাবু বলেন, নাফিজের বিরুদ্ধে পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি জানান, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। ওই সময় তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। এরমধ্যে একটি মাদক, একটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

ডয়েচে ভেলে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

প্রকাশের সময় : ১২:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার তয়াছির বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের কারণ সম্পর্কে জানতে চাইলে সহকারী কমিশনার তয়াছির বাবু বলেন, নাফিজের বিরুদ্ধে পুরনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। রোববার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তিনি জানান, অবৈধভাবে বিদেশি মদ ও বিয়ার বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন নাফিজ মোহাম্মদ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে তার কাছে।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। ওই সময় তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। এরমধ্যে একটি মাদক, একটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।