স্পোর্টস ডেস্ক :
অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ঘটনার পর ক্রিকেট বিশ্ব আবার দেখল টাইমড আউট। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ায় অদ্ভুতুড়ে এই আউটের শিকার হয়েছেন সৌদ শাকিল। পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হলেন তিনি।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে এসবিপি দলের হয়ে ৫ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামার কথা ছিল সৌদ শাকিলের। তবে পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পরেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি ক্রিজে উপস্থিত হতে পারেননি। পিটিভি দলের অধিনায়ক আহমেদ বাট দ্রুত টাইমড আউটের আবেদন করলে আম্পায়ার সেটি মেনে নেন এবং সৌদ শাকিল আউট ঘোষণা হন।
ঘটনার সূত্রপাত হয় মোহাম্মদ শেহজাদের করা এক ওভারে। তার বলে উমর আমিন ও ফাওয়াদ আলম দুই বলে আউট হন। তখন ১২৮ রানে ৩ উইকেট হারায় এসবিপি। কিন্তু এরপর সৌদ শাকিলের মাঠে নামতে দেরি হওয়ায় তিনি টাইমড আউট হয়ে যান। ফলে মাত্র তিন বলের ব্যবধানে দলটির স্কোর দাঁড়ায় ১২৮/৪।
যদিও কিছু গণমাধ্যম দাবি করছে, সৌদ শাকিল ঘুমিয়ে পড়ার কারণে দেরি করেননি, বরং অন্য কোনো কারণে সময়মতো মাঠে নামতে পারেননি। তবে যাই হোক, ক্রিকেট ইতিহাসে এটি ছিল বিরল একটি ঘটনা।
প্রথম শ্রেণীর ক্রিকেটে টাইমড আউট হয়ে সৌদ শাকিল পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন, যা নিশ্চয়ই তার জন্য গর্বের নয়। একইসঙ্গে তিনি বিশ্ব ক্রিকেটের মাত্র সপ্তম খেলোয়াড়, যিনি এমন অনাকাঙ্ক্ষিত আউটের শিকার হলেন।
প্রসঙ্গত, প্রেসিডেন্টস কাপ গ্রেড-১ টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে রাতের বেলায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত আড়াইটা পর্যন্ত। রমজানের কারণে রোজা রাখা ক্রিকেটারদের কথা মাথায় রেখে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। হয়তো এর কারণেই সৌদ শাকিল ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলেন।