নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তারেক (২০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তারেক সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিকুড়া গ্রামের মো. সরোয়ার হোসেনের ছেলে। বর্তমানে ডেমরা থাকতেন।
হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মো. আজিজুল বলেন, ‘নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ফ্লোর পরিষ্কার করার জন্য তারেক বৈদ্যুতিক পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশ জানানো হয়েছে।