Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৮৮২

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮২ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,৩৫১ জন।

রোববার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা বিভাগের বাইরে ২৩৩, ঢাকা উত্তর সিটিতে ১৪০, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪, খুলনা বিভাগে ৯১, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ১১ এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২,৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। একই সময়ে ৪৯৪ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১.৪০% নারী এবং ৪৮.৬০% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। গেল বছর ৩২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১,৭০৫ জন মারা যান, যা ছিল দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,৩৫৪ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন, এবং ২০২২ সালে ৬২,৩৮২ জন। ২০২১ সালে ১০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জন ডেঙ্গুতে মারা যান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে : সারজিস আলম

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৮৮২

প্রকাশের সময় : ০৯:১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮২ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২,৩৫১ জন।

রোববার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা বিভাগের বাইরে ২৩৩, ঢাকা উত্তর সিটিতে ১৪০, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪, খুলনা বিভাগে ৯১, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ১১ এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২,৩৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৩.২০% পুরুষ এবং ৩৬.৮০% নারী। একই সময়ে ৪৯৪ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১.৪০% নারী এবং ৪৮.৬০% পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। গেল বছর ৩২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে ১,৭০৫ জন মারা যান, যা ছিল দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১,০১,৩৫৪ জন, ২০২১ সালে ২৮,৪২৯ জন, এবং ২০২২ সালে ৬২,৩৮২ জন। ২০২১ সালে ১০৫ জন এবং ২০২২ সালে ২৮১ জন ডেঙ্গুতে মারা যান।