স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভারতের মাটিতে পর্দা উঠেছে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। রোববার (৮ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ভারত। তার আগেই দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ওপেনার শুভমান গিলকে নিয়ে শঙ্কার কালো মেঘ। ভারতীয় এই ওপেনার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে খবর দেশটির গণমাধ্যমের।
যে কারণে নিজেদের প্রথম ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গিল খেলতে পারবেন কি না তা জানা যেতে পারে শুক্রবার (৬ অক্টোবর)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় একাদশে শুভমানের দেখা নাও মিলতে পারে। জ্বরের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তার প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ।
যে কারণে বুধবার ও বৃহস্পতিবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের অনুশীলনের সময় তাকে দেখা যায়নি। তবে টিম ম্যানেজমেন্ট বলছে, সমস্যা তেমন জটিল নয়। তাদের প্রত্যাশা, এটি শুধু সামান্য জ্বর। তবে ভারতীয় মিডিয়াগুলো বলছে, সামান্য নয়, শুভমান ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েছেন।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা- বিসিসিআই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, তাকে (গিল) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া চিকিৎসা দলও নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করছি যে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
চলতি বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী তারকা শুভমান গিল। এ বছর ৭২.৩৫ গড়ে মোট ১২৩০ রান করেছেন তিনি। শেষ চারটি ওয়ানডের দুটিতে হাঁকিয়েছেন সেঞ্চুরি আর একটিতে করেছেন হাফসেঞ্চুরি। সেঞ্চুরি দুটি করেছেন রোববারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
রোববার যদি গিলকে খেলানো না যায় তাহলে তার পরিবর্তে ইশান কিশানকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনিই ইনিংস ওপেন করবেন।
চলতি বছর ইশান কিশানও দারুণ ছন্দে রয়েছেন। শেষ পাঁচটি ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে তিনটিতেই করেছেন হাফসেঞ্চুরি। এছাড়া ৫ নম্বরে নেমে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ৮২ রানের একটি ইনিংসও খেলেছেন তিনি।
এ বছর ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ২৪ বছর বয়সী এই ব্যাটার। এ বছর ২০ ম্যাচে ৭২.৩৫ গড়ে ১২৩০ করেছেন তিনি। ৫ ফিফটির বিপরীতে ৫ সেঞ্চুরিও করেছেন এই উদীয়মান ব্যাটার। আগামী ৮ অক্টোবর দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটারকে না পাওয়াটা তাই বড় ক্ষতিই হবে ভারতের।