বিনোদন ডেস্ক :
গত বছরের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই। বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন পাহাড়-জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান এবার সাতপাকে বাঁধা পড়তে চান তারা।
এখানেই শেষ নয়, সেই সময়ে মধুমিতা সরকার বলেছিলেন, এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ের পরিকল্পনা রয়েছে। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ। বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি (ঘুরে বেড়াব) তৈরি করে যাব।
বিয়ের ঘোষণা দেওয়ার পর কেটে গেছে পাঁচ মাস। হঠাৎ মধুমিতার বিয়ের খবরে সরব সোশ্যাল মিডিয়া। মূলত, মধুমিতা সরকারের ফ্যান পেজ থেকে বিয়ের দিন তারিখ ঘোষণার পর এই আলোচনা তৈরি হয়েছে।
মধুমিতার ফ্যান পেজে বলা হয়েছে, এই মুহুর্তের সবথেকে বড় খবর। ডিসেম্বর মাসের ৫ তারিখ বাঙালি মতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতাদি ও দেবমাল্য চক্রবর্তী দাদা এবং ৭ ডিসেম্বর বৌভাত। খুব সম্ভবত পূজার পর বাগদান অনুষ্ঠান।
তারপর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন মধুমিতা। রিপন হক বাবু লেখেন, “জানি না কি বলব! সাংসারিক জীবন বড়ই জটিল। জীবনের অন্তিমমুহূর্ত পর্যন্ত একসাথে চলতে গেলে সবকিছু ভেবে চিন্তে অগ্রসর হওয়া উচিত। শুভকামনা রইল।” পিয়াল বোস লেখেন, “খুব ভালো খবর।” প্রগতি লেখেন, “অগ্রিম শুভেচ্ছা।” জে. সিকদার লেখেন, “খুব কষ্টের খবর। আমার ভালোবাসা হাতছাড়া হয়ে যাচ্ছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে বিয়ের দিন-তারিখ নিয়ে টুঁ-শব্দটি করেননি মধুমিতা।
প্রেমিক দেবমাল্যর সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর জানানোর পর ভারতীয় গণমাধ্যমে কথা বলেন মধুমিতা। সেই সময়ে এই অভিনেত্রী বলেন, ২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনোভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম। তারপর বাকিটা ইতিহাস।
ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!
অষ্টাদশী হওয়ার পরই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।