Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

জনপ্রশাসন সচিব বলেন, আমার মোবাইলটা হল স্যামসাং, উনারা যেটা শো করেছে সেটা হল আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। কে কী দেখাল, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। হোয়াট ওয়াজ দ্য ডায়লগ, আমি এটার কিছুই জানি না। আমি এটার সম্পর্কে… ইফ আই সে লেস, ইট ইস বেটার।’

খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন, আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে।’

এই নিউজের সত্যতা আছে কিনা, আপনি পদত্যাগ করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতা নাই, আপনাদের তিনটা নাম আমি উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন তাদের ভালো বলবই। এই প্রশ্ন করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে এই প্রশ্ন করা!

আপনি মানহানি মামলা করবেন কিনা- এ বিষয়ে তিনি বলেন, প্রথমে বলব যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পেছনে দৌড়াবো? না না। আমরা সরকারের পজিশনে থেকে জনগণের সঙ্গে কাজ করি। যেভাবে আছি সেভাবে কাজ করব। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন।

আপনাকে জড়িয়ে আরও একটি রিপোর্ট হয়েছে- এ বিষয়ে পদক্ষেপ বা কোনো কমিটি করার আহ্বান করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারীকে আমি মূল্যহীন বলে মনে করি। ইটস অ্যা ফেক নিউজ।

এর আগে তিন কোটির ক্যাশ চেক- শিরোনামে অপর সংবাদ প্রকাশ করে ওই পত্রিকাটি। সে বিষয়ে তিনি বলেন, স্পষ্টকরণ হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তিনটা চিঠি- তথ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে, প্রেস কাউন্সিল আছে তারা ব্যবস্থা নিচ্ছে। এই ভুয়া লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে (জননিরাপত্তা সচিব) চিঠি দেওয়া হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছেন। গ্রেপ্তার হবে রিমান্ডে যাবে। যে ব্যাংকারের অনভিজ্ঞ বা ভুলের কারণে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটার জন্য ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

সংবাদের কেন্দ্রে থাকা ব্যক্তিকে ‘ভুয়া লোক’ আখ্যা দিয়ে সচিব বলেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন।

অভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আপনি আহ্বান জানাবেন কিনা- এই প্রশ্নের জবাবে মোসলেস উর রহমান বলেন, ‘অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোন বিবেচনায় নেই। এই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি। এটা ভুয়া নিউজ।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

ডিসি নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ, যা বললেন জনপ্রশাসন সচিব

প্রকাশের সময় : ০৩:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদকে ‘ফেইক’ বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

জনপ্রশাসন সচিব বলেন, আমার মোবাইলটা হল স্যামসাং, উনারা যেটা শো করেছে সেটা হল আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। কে কী দেখাল, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। হোয়াট ওয়াজ দ্য ডায়লগ, আমি এটার কিছুই জানি না। আমি এটার সম্পর্কে… ইফ আই সে লেস, ইট ইস বেটার।’

খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন, আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে।’

এই নিউজের সত্যতা আছে কিনা, আপনি পদত্যাগ করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সঙ্গে কাজ করেছেন, বিন্দু-বিসর্গ যেখানে সত্যতা নাই, আপনাদের তিনটা নাম আমি উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন তাদের ভালো বলবই। এই প্রশ্ন করার আগে আপনি নিজেকে প্রশ্ন করেন কতটুকু যৌক্তিক হচ্ছে এই প্রশ্ন করা!

আপনি মানহানি মামলা করবেন কিনা- এ বিষয়ে তিনি বলেন, প্রথমে বলব যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পেছনে দৌড়াবো? না না। আমরা সরকারের পজিশনে থেকে জনগণের সঙ্গে কাজ করি। যেভাবে আছি সেভাবে কাজ করব। যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন।

আপনাকে জড়িয়ে আরও একটি রিপোর্ট হয়েছে- এ বিষয়ে পদক্ষেপ বা কোনো কমিটি করার আহ্বান করবেন কিনা- প্রশ্নে সচিব বলেন, অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারীকে আমি মূল্যহীন বলে মনে করি। ইটস অ্যা ফেক নিউজ।

এর আগে তিন কোটির ক্যাশ চেক- শিরোনামে অপর সংবাদ প্রকাশ করে ওই পত্রিকাটি। সে বিষয়ে তিনি বলেন, স্পষ্টকরণ হলো অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তিনটা চিঠি- তথ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে, প্রেস কাউন্সিল আছে তারা ব্যবস্থা নিচ্ছে। এই ভুয়া লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে (জননিরাপত্তা সচিব) চিঠি দেওয়া হয়েছে তারা ব্যবস্থা নিচ্ছেন। গ্রেপ্তার হবে রিমান্ডে যাবে। যে ব্যাংকারের অনভিজ্ঞ বা ভুলের কারণে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটার জন্য ব্যবস্থা নিতে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

সংবাদের কেন্দ্রে থাকা ব্যক্তিকে ‘ভুয়া লোক’ আখ্যা দিয়ে সচিব বলেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে তিনি গ্রেপ্তার হবেন।

অভিযোগ খতিয়ে দেখতে সরকারের কাছে আপনি আহ্বান জানাবেন কিনা- এই প্রশ্নের জবাবে মোসলেস উর রহমান বলেন, ‘অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগকারী আমার কাছে কোন বিবেচনায় নেই। এই অভিযোগটি আমি মূল্যহীন মনে করি। এটা ভুয়া নিউজ।’