Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি অফিসে ‘সুড়ঙ্গ’ টিম

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে অবশেষে ডিবি অফিসে গেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা, নির্মাতা রায়হান রাফীসহ ‘সুড়ঙ্গ’ টিম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তারা দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশীদ বিপিএম(বার), পিপিএম(বার)-এর সঙ্গে।

তবে ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে হাজির ছিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও। আরশাদ আদনানের এই উপস্থিতির জন্য রায়হান রাফী নিজেও প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আদনান ভাই, আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’ ডিবি অফিস ঘুরে এসে এই নির্মাতা বলেন, ‘পাইরেসি এবং সাইবার বুলিং আইনগতভাবে বন্ধ হচ্ছে এবার।’ তবে ডিবি প্রধানের সঙ্গে ঠিক কোন পর্যায়ের আলাপ হয়েছে, সেটি প্রকাশ করেননি নির্মাতা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেকদিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেকদিন পর হলমুখী হয়েছে। সেইসঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটিয়াল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।

পাইরেসির বিরুদ্ধে মামলা করা হয়েছে কি না জানতে চাওয়া হলে ডিবি প্রধান জানান, তারা অভিযোগ দায়ের করেছে। পরে অভিযোগ করার বিষয়টি সুড়ঙ্গে’র অফিসিয়াল ফেসবুক থেকেও জানানো হয়। সেইসঙ্গে অভিনেত্রী তম মির্জা সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানান ডিবি প্রধানকে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ডিবি অফিসে ‘সুড়ঙ্গ’ টিম

প্রকাশের সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

পাইরেসি ও সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে অবশেষে ডিবি অফিসে গেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়ক আফরান নিশো, নায়িকা তমা মির্জা, নির্মাতা রায়হান রাফীসহ ‘সুড়ঙ্গ’ টিম।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তারা দেখা করেন ডিবি প্রধান হারুন অর রশীদ বিপিএম(বার), পিপিএম(বার)-এর সঙ্গে।

তবে ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে হাজির ছিলেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও। আরশাদ আদনানের এই উপস্থিতির জন্য রায়হান রাফী নিজেও প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আদনান ভাই, আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।’ ডিবি অফিস ঘুরে এসে এই নির্মাতা বলেন, ‘পাইরেসি এবং সাইবার বুলিং আইনগতভাবে বন্ধ হচ্ছে এবার।’ তবে ডিবি প্রধানের সঙ্গে ঠিক কোন পর্যায়ের আলাপ হয়েছে, সেটি প্রকাশ করেননি নির্মাতা।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এটা খুবই দুঃখজনক। কারণ ছবিটি খুবই সুন্দর একটি ছবি। বাংলাদেশের ৬৪ জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। কিন্তু গুটিকতক প্রতারক চক্র তারা অবৈধভাবে গোপনে ছবিটি পাইরেসি করে অনলাইনে ছেড়ে দিয়েছে। অনেকদিন ধরে আমাদের দেশে ভালো ছবি হয় না। সেসময় এ ছবিটি দারুণ হয়েছে। দর্শক অনেকদিন পর হলমুখী হয়েছে। সেইসঙ্গে প্রযোজকও লাভবান হচ্ছে।

তিনি বলেন, এই মুহূর্তে যারা হল থেকে মানুষকে দূরে সরানোর জন্য এ কাজটি করছে তারা ডিজিটিয়াল নিরাপত্তা আইনে অপরাধ করেছে। এটা খুবই অন্যায় কাজ। যারা এই কাজটি করেছেন তাদের উদ্দেশে বলছি, আপনা দ্রুত বিভিন্ন মাধ্যম থেকে ছবিটি নামিয়ে ফেলুন। নইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব এবং আইনগত ব্যবস্থা নেব।

পাইরেসির বিরুদ্ধে মামলা করা হয়েছে কি না জানতে চাওয়া হলে ডিবি প্রধান জানান, তারা অভিযোগ দায়ের করেছে। পরে অভিযোগ করার বিষয়টি সুড়ঙ্গে’র অফিসিয়াল ফেসবুক থেকেও জানানো হয়। সেইসঙ্গে অভিনেত্রী তম মির্জা সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানান ডিবি প্রধানকে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন নুসরাত ফারিয়া। এটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।