Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডিকশনারি ছবির ট্রেলারে নুসরাতের পরকীয়া (ভিডিও)

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
  • ১৯০ জন দেখেছেন

ডিকশনারি ছবির ট্রেলারে নুসরাতের পরকীয়া (ভিডিও)

বিচ্ছেদ এবং প্রেম ইস্যুতে আলোচনায় এ অভিনেত্রী নুসরাত জাহান। যিনি বরাবরই আলোচনায় থাকতে ভালবাসেন। ‘ডিকশনারি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সাংসদ এ অভিনেত্রী। এ ছবিতে পরকীয়া প্রেমের অভিনয়ে দেখা যাবে তাকে।

গত বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশ হয়েছে ‘ডিকশনারি’ সিনেমার ট্রেলার।

২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলারেও নুসরাতের পরকীয়া প্রেম দেখা গেছে। রিল লাইফ এবং রিয়েল লাইফের অবস্থা মিলে যাওয়ায় নতুন করে আলোচনায় নুসরাত। রীতিমত খবরের শিরোনাম হয়েছেন তিনি। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

‘ডিকশনারি’ সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। নুসরাত ছাড়া এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, আবির চ্যাটার্জি, অর্ণা মুখার্জি, পৌলমী বসু প্রমুখ। সিনেমায় ‘স্মিতা’ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। তার স্বামী অশোক সান্যাল চরিত্রে দেখা যাবে আবিরকে।

ট্রেলারের শুরুতেই মোশাররফ করিমের কণ্ঠ। ‘হ্যা সুমন। আচ্ছা, চাষাদের কলেজে চাষা হয়ে যাবে না তো?’ বলতে শোনা যায় তাকে। তারপরই নুসরাতে কণ্ঠ। সংলাপে তিনি বলেন, ‘এ কয়দিন শুধু প্রকৃতি মিস করেছ? মানুষ মিস করোনি?’

‘আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারোনি স্মিতা?’ অশোক স্মিতাকে এই প্রশ্ন করলে উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েন স্মিতা। ট্রেলারেই নুসরাত পরকীয়া প্রেম ধরা পড়ে। সুমনের সঙ্গে নুসরাত অর্থাৎ স্মিতাকে রোমান্স করতেও দেখা গেছে ট্রেলারে।

ট্রেলারে দেখা গেছে, মোশাররফ করিমের ছেলে সুমন। কলকাতা থেকে পড়তে যায় পুরুলিয়ায়। সেখানে গিয়েই অশোক-স্মিতার মাঝে ঢুকে পড়ে সে। শুরু হয় স্মিতার সঙ্গে সুমনের সর্ম্পক। অশোক-স্মিতা-সুমনের সর্ম্পক এবং টানাপোড়েন চলতে চলতেই বিয়ে ঠিক হয় সুমনের। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ডিকশনারি ছবির ট্রেলারে নুসরাতের পরকীয়া (ভিডিও)

প্রকাশের সময় : ১১:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১

বিচ্ছেদ এবং প্রেম ইস্যুতে আলোচনায় এ অভিনেত্রী নুসরাত জাহান। যিনি বরাবরই আলোচনায় থাকতে ভালবাসেন। ‘ডিকশনারি’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সাংসদ এ অভিনেত্রী। এ ছবিতে পরকীয়া প্রেমের অভিনয়ে দেখা যাবে তাকে।

গত বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশ হয়েছে ‘ডিকশনারি’ সিনেমার ট্রেলার।

২ মিনিট ৩৪ সেকেন্ডের ট্রেলারেও নুসরাতের পরকীয়া প্রেম দেখা গেছে। রিল লাইফ এবং রিয়েল লাইফের অবস্থা মিলে যাওয়ায় নতুন করে আলোচনায় নুসরাত। রীতিমত খবরের শিরোনাম হয়েছেন তিনি। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

‘ডিকশনারি’ সিনেমাটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। নুসরাত ছাড়া এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, আবির চ্যাটার্জি, অর্ণা মুখার্জি, পৌলমী বসু প্রমুখ। সিনেমায় ‘স্মিতা’ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। তার স্বামী অশোক সান্যাল চরিত্রে দেখা যাবে আবিরকে।

ট্রেলারের শুরুতেই মোশাররফ করিমের কণ্ঠ। ‘হ্যা সুমন। আচ্ছা, চাষাদের কলেজে চাষা হয়ে যাবে না তো?’ বলতে শোনা যায় তাকে। তারপরই নুসরাতে কণ্ঠ। সংলাপে তিনি বলেন, ‘এ কয়দিন শুধু প্রকৃতি মিস করেছ? মানুষ মিস করোনি?’

‘আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারোনি স্মিতা?’ অশোক স্মিতাকে এই প্রশ্ন করলে উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়েন স্মিতা। ট্রেলারেই নুসরাত পরকীয়া প্রেম ধরা পড়ে। সুমনের সঙ্গে নুসরাত অর্থাৎ স্মিতাকে রোমান্স করতেও দেখা গেছে ট্রেলারে।

ট্রেলারে দেখা গেছে, মোশাররফ করিমের ছেলে সুমন। কলকাতা থেকে পড়তে যায় পুরুলিয়ায়। সেখানে গিয়েই অশোক-স্মিতার মাঝে ঢুকে পড়ে সে। শুরু হয় স্মিতার সঙ্গে সুমনের সর্ম্পক। অশোক-স্মিতা-সুমনের সর্ম্পক এবং টানাপোড়েন চলতে চলতেই বিয়ে ঠিক হয় সুমনের। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন