নিজস্ব প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন চারটি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসসিসির আওতাধীন দুটি পার্ক, নির্মাণাধীন একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও একটি সেতুর নতুন নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
দাপ্তরিক আদেশে ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠ সংলগ্ন পার্কের নাম শহীদ শেখ রাসেল শিশু পার্ক, ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্কের নাম শহীদ শেখ রাসেল পার্ক, ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং কামরাঙ্গীরচর (লোহারপুর) ব্রিজের জায়গায় নবনির্মিত ৬ লেনের ব্রিজের নাম ‘মেয়র শেখ তাপস সেতু’ নামকরণ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, দপ্তর আদেশটি সব বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ডপত্রে নামকরণকৃত পার্ক, ভবন, স্থাপনার নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বর্ণিত পার্ক, ভবন, স্থাপনার নামকরণ সম্বলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।