নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে একযোগে বদলি/পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
এরমধ্যে একটি আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি একই আদেশে ডিএমপি কমিশনারের দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাসিস্টেন্ট টু কমিশনার) সৈয়দ মামুন মোস্তফাকে ডিবি-মতিঝিল বিভাগ, ডিএমপি কমিশনারের দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) মো. আশিক হাসানকে ট্রাফিক-লালবাগ বিভাগ এবং ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুর রায়হানকে কমিশনারের দফতরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাসিস্টেন্ট টু কমিশনার) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়াও পৃথক আরেকটি আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পিএসএন্ডআইআই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএসএন্ডআইআই) মো. সাকিবুল ইসলাম খানকে ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল) এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোল্লা তবিবুর রহমানকে পিএসএন্ডআইআই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিএসএন্ডআইআই) হিসেবে নিয়োগ করা হয়েছে।