বিনোদন ডেস্ক :
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কিন্তু বিতর্কের জেরে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর পরীমণির যুক্ত হওয়ার খবর ভেসে বেড়ায় কিন্তু তার সত্যতা মেলেনি। এবার শোনা গেল কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি নাম লিখিয়েছেন এই সিনেমায়।
‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শুটিংয়ের সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমার প্রযোজক এবং নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কে শুটিং বন্ধ হয়ে যায়। অনেকদিন এ বিষয়ের কোনো খবর পাওয়া যায়নি।
অবশ্য এর আগে এক সাক্ষাৎকারে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান জানান, তিনি পরীমণির ভক্ত। তাই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় প্রথমে পরীমণিকেই চেয়েছিলেন তিনি। কিন্তু পরীমণি না বলার পর এ সিনেমায় অভিনয়ের জন্য মাহিকে নেয়া হয়।
এমন বক্তব্য মাহির কানে পৌঁছাতেই অভিমান হয় মাহির। কারণ এ বিষয়ে মাহিকে কিছুই জানানো হয়নি। তাই দ্রুত ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়ান মাহি। এ সিনেমায় পরীমণিও অভিনয় করতে অস্বীকৃতি জানান। তাই ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতীয় অভিনেত্রী কৌশানী মুখার্জিকে চূড়ান্ত করা হয়।
কৌশানির চুক্তিবদ্ধ হওয়ার খবর আসতে না আসতেই জানা গেল তিনি ঢাকা এসেছেন।
সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) একটি ফ্লাইটে ঢাকায় আসেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে তিনি যান একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে সন্ধ্যায় অংশ নেয়ার কথা রয়েছে ‘ডার্ক ওয়ার্ল্ড’-এর শুটিংয়ে।
কৌশানি মুখার্জিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।
এর আগে একদিন শুটিং করেই অনাগ্রহ প্রকাশ করেন মাহি। সেসময় জানা যায়, মুন্না খানের এক বক্তব্যের জন্য সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে এ ছবিতে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন নায়ক। তাতেই বাঁধে বিপত্তি।
প্রসঙ্গত, কৌশানি মুখার্জি ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ‘পারব না আমি ছাড়তে তোকে’ চলচ্চিত্রে বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে। রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সফল পায় দর্শক মহলে। ২০২১ সালে বাংলাদেশের ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেন তিনি।