Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে বজ্রপাতে রানীশংকৈলে মা-মেয়ে এবং হরিপুরে এক যুবকের মৃত্যু হয় ।

মৃত ব্যক্তিরা হলেন-রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)। একইভাবে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে আলিমউদ্দীন (৩০)।

সৈয়দ আলী বলেন, রবিবার দুপুরে আমার স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তার বাড়ির পাশে ধানক্ষেতে নিরানী দিচ্ছিল । হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মাঠে কাজ করছিলেন আলীম। একইসময় সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বজ্রপাতে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুরে বজ্রপাতে রানীশংকৈলে মা-মেয়ে এবং হরিপুরে এক যুবকের মৃত্যু হয় ।

মৃত ব্যক্তিরা হলেন-রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উজধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)। একইভাবে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের পশ্চিম কলেজপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে আলিমউদ্দীন (৩০)।

সৈয়দ আলী বলেন, রবিবার দুপুরে আমার স্ত্রী মেরিনা বেগম ও মেয়ে সাথী আক্তার বাড়ির পাশে ধানক্ষেতে নিরানী দিচ্ছিল । হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা করে। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মাঠে কাজ করছিলেন আলীম। একইসময় সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। এতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।