করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যথন হোয়াইট হাউস থেকে হেলিকপ্টারে চড়িয়ে হাসপাতালে নেয়া হয় তখন তিনি ছিলেন খুবই উদ্বিগ্ন। একা একা হেঁটে চলছিলেন ট্রাম্প। হাত নেড়ে অভিবাদন জানালেও সে সময় তাকে খুবই বিষণ্ন দেখাচ্ছিল।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের একজন সাংবাদিক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে যখন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড হাসপাতালে নেয়া হচ্ছিল, তখন তিনি সহযোগীদের কাছে জানতে চেয়েছিলেন যে, তিনি মারা যাচ্ছেন কিনা।
ট্রাম্প বলেছিলেন, আমি কি স্ট্যান ছেরা’র মতো চলে যাচ্ছি? উল্লেখ্য, স্ট্যান ছেরা যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ডেভেলপার ও ক্রাউন একুইজিশনস-এর প্রতিষ্ঠাতা। তিনি ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু ও সমর্থক।
আরও পড়ুন : বিবিসির চোখে অশান্ত একটি দিন হোয়াইট হাউজে
নিউ ইয়র্ক সিটিতে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের সাংবাদিক গাব্রিয়েল শারম্যান রিপাবলিকান সূত্রের উদ্ধৃতি দিয়েছেন তার দাবির পক্ষে।
ওই সূত্রটি বলেছেন, হাসপাতালে নেয়ার সময় ট্রাম্প বার বারই জানতে চাইছেন, আমি কি স্ট্যান ছেরা’র মতো মারা যাচ্ছি? এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।