Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকসহ সেতু ভেঙে পড়লো নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়া মালবাহী ট্রাকের নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালায়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর চালক ও হেলপারের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিখোঁজ হন। দীর্ঘ দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে ডুবুরিসহ টিম পাঠিয়েছি। তারা গিয়ে কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয়রা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছেন তাতে পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ট্রাকসহ সেতু ভেঙে পড়লো নদীতে, চালক ও হেলপার নিখোঁজ

প্রকাশের সময় : ০৭:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়া মালবাহী ট্রাকের নিখোঁজ চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ্গ খালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওয়ানা দেয়। পথে কাটাগাঙ্গ নদী পার হওয়ার সময় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি পানিতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার নিখোঁজ হন। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ অভিযান চালায়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর চালক ও হেলপারের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিখোঁজ হন। দীর্ঘ দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে ডুবুরিসহ টিম পাঠিয়েছি। তারা গিয়ে কাজ শুরু করে দিয়েছেন। স্থানীয়রা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য দিয়েছেন তাতে পাঁচজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আপাতত সেতু চালু করতে বেশ কিছুদিন সময় লাগবে।