বিনোদন ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়াই করবেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।
তিনি ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরবো। আমার মার্কা ট্রাক। শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।
মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কন্যানগর গ্রামে। তার নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডমালা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায়। আলাদা জেলা হলেও নাচোল ও তানোরের ভৌগোলিক অবস্থান পাশাপাশি।
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে টানা পঞ্চমবারের মতো নৌকার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। মাহি নৌকার মনোনয়ন চাইলেও পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দেন তিনি।
রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চলছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কার্যালয়ে রাজশাহীর ছয় আসনে ৩৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। রাজশাহীর ছয়টি আসনে আজ সকাল ১০টায় প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।