Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিষিদ্ধ হাসারাঙ্গা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর ভেঙে লাল বলের ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে এই সিরিজে খেলা হচ্ছে না তার। গত ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে এ কাণ্ড ঘটান তিনি। যেখানে আইসিসির কোড অব কন্টাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন এই লঙ্কান অলরাউন্ডার।

এই অপরাধের শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এই ৩ পয়েন্টসহ গত ২৪ মাসের মধ্যে এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট।

যার অর্থ ওই ক্রিকেটারকে দুটি টেস্ট বা চারটি ওয়ানডে বা সম সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হবে। নিয়ম অনুযায়ী, যে ফরম্যাট আগে আসবে ওই ফরম্যাটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। সেই নিষেধাজ্ঞা এড়াতে শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট খেলেছেন মার-প্যাচের হিসেব।

কেননা হাসারাঙ্গা টেস্ট থেকে বিদায় নেওয়া তার সামনে বিশ্বকাপে প্রথম চার ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়। আর আর যার জন্য বাংলাদেশ সিরিজের টেস্ট দলে অবসর ভেঙে তাকে দলে যুক্ত করে ম্যানেজমেন্ট। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে তার না খেলার শঙ্কা থেকে বেচে যায়।

আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার কীর্তি হাসারাঙ্গার এ বছরে আরও একবার ঘটেছে। শ্রীলঙ্কা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে যে তৃতীয় টি-টোয়েন্টি খেলে, সেখানে কামিন্দু মেন্ডিসের বিপক্ষে এক নো বল নিয়ে আলোচনা হয়। বিতর্কিত সেই নো বল কাণ্ডে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলেছিলেন। যার ফলে টি-টোয়েন্টিতে খেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নিষিদ্ধ হাসারাঙ্গা

প্রকাশের সময় : ১০:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অবসর ভেঙে লাল বলের ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছিলেন ভানিন্দু হাসারাঙ্গা। তবে এই সিরিজে খেলা হচ্ছে না তার। গত ২৪ মাসের মধ্যে তার নামের পাশে ৮টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তাকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভারে এ কাণ্ড ঘটান তিনি। যেখানে আইসিসির কোড অব কন্টাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেছেন এই লঙ্কান অলরাউন্ডার।

এই অপরাধের শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এই ৩ পয়েন্টসহ গত ২৪ মাসের মধ্যে এই অলরাউন্ডারের নামের পাশে যুক্ত হয়েছে ৮টি ডিমেরিট পয়েন্ট।

যার অর্থ ওই ক্রিকেটারকে দুটি টেস্ট বা চারটি ওয়ানডে বা সম সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হবে। নিয়ম অনুযায়ী, যে ফরম্যাট আগে আসবে ওই ফরম্যাটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। সেই নিষেধাজ্ঞা এড়াতে শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট খেলেছেন মার-প্যাচের হিসেব।

কেননা হাসারাঙ্গা টেস্ট থেকে বিদায় নেওয়া তার সামনে বিশ্বকাপে প্রথম চার ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়। আর আর যার জন্য বাংলাদেশ সিরিজের টেস্ট দলে অবসর ভেঙে তাকে দলে যুক্ত করে ম্যানেজমেন্ট। আর তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে তার না খেলার শঙ্কা থেকে বেচে যায়।

আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার কীর্তি হাসারাঙ্গার এ বছরে আরও একবার ঘটেছে। শ্রীলঙ্কা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে যে তৃতীয় টি-টোয়েন্টি খেলে, সেখানে কামিন্দু মেন্ডিসের বিপক্ষে এক নো বল নিয়ে আলোচনা হয়। বিতর্কিত সেই নো বল কাণ্ডে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলেছিলেন। যার ফলে টি-টোয়েন্টিতে খেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। খেলতে পারেননি বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি।