নিজস্ব প্রতিবেদক :
একদিনে ৭৬টি ট্রেন অভিযান পরিচালনা করে টিকিটবিহীন এক হাজার ৯৭১ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে মোট আদায় হয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে প্রকাশ করা এক তথ্যে এসব কথা জানানো হয়।
সেখানে বলা হয়, সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয়।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয়।
নিজস্ব প্রতিবেদক 






















