Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে বীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশা

সাভার উপজেলা প্রতিনিধি : 

টানা বৃষ্টির কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে করে পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। এমনকি সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে, যা স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাস চালক, যাত্রী ও সাধারণ মানুষ। প্রতিদিনের এই যানজটে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কেউ উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মহাসড়কের খানাখন্দ মেরামতেও সড়ক ও জনপথ বিভাগের কোনো উদ্যোগ নেই বললেই চলে।

এই সমস্যার সমাধানে দ্রত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

টানা বৃষ্টিতে বীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশা

প্রকাশের সময় : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

সাভার উপজেলা প্রতিনিধি : 

টানা বৃষ্টির কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে করে পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা পড়েছেন চরম দুর্ভোগে। বৃষ্টির কারণে রাস্তা ভেঙে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। এমনকি সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে, যা স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাস চালক, যাত্রী ও সাধারণ মানুষ। প্রতিদিনের এই যানজটে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কেউ উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মহাসড়কের খানাখন্দ মেরামতেও সড়ক ও জনপথ বিভাগের কোনো উদ্যোগ নেই বললেই চলে।

এই সমস্যার সমাধানে দ্রত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওয়ানের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে।