ঢাকা-টাঙ্গাইল রেলপথে ট্রেনের কাভার্ডভ্যানের ধাক্কায় একহন নিহত হয়েছে। টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাতিয়া নামক স্থনে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে চারজন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি ক্ষতিগ্রস্ত হলে সেটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপ সংঘর্ষ হয়। পরে কাভার্ডভ্যানটি ছিটকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হয়। আহত হয় আরো চারজন।
আরও পড়ুন : মিটার গেজের জন্য এলো আরও ২২টি নতুন কোচ
তবে চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ঘণ্টাব্যাপী ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনের মাস্টার (বুকিং) জানান, সংঘর্ষের সময় কাভার্ডভ্যানটি ছিটকে প্রথমে চলন্ত ট্রেনের ইঞ্জিন বগিতে ধাক্কা লাগে। এরপর সেটি দ্বিতীয়বার ছিটকে ট্রেনের তেলের টেঙ্কির সাথে সংঘর্ষ হলে তেলের টেঙ্কি ক্ষতিগ্রস্ত হয়ে তেল বের হতে থাকে।
পরে ট্রেনটি থামিয়ে মেরামতের কাজ করা হয়। পরে ঘণ্টাব্যাপী মেরামতের পরও ট্রেনের তেল পরা বন্ধ না হলেও রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনা কবলিত ট্রেনটি ছেড়ে দেয়া হয়।