Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান (৩০) ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

ধনবাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর নিহত ও ৩ জন আহত হন।

তিনি বলেন, খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশের সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান (৩০) ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন।

ধনবাড়ী থানার ওসি ইদ্রিস আলী বলেন, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ধনবাড়ীর বাঘিল এলাকায় পৌঁছলে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর নিহত ও ৩ জন আহত হন।

তিনি বলেন, খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার সময় চালক পালিয়ে যায়।