টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলে মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর জেলার বাসিন্দা ট্রাকচালক সোহেল এবং মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা আমিনুর রহমান।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাঁস-মুরগি বোঝাই ট্রাক সামনে থাকা অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যান। গুরুতর আহত হন আরও তিন জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’
টাঙ্গাইল জেলা প্রতিনিধি 























