Dhaka শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাইব্রেকারে সাফানভের অসাধারণ নৈপুণ্যে গ্লোবাল চ্যাম্পিয়ন পিএসজি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের সব আলো একাই কেড়ে নিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের গোলকিপার মাতভেই সাফানভ। টাইব্রেকারে ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের চার শট। ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা উসমান দেম্বেলের শট ফ্ল্যামেঙ্গোর গোলকিপার ঠেকিয়ে দিলে হতাশায় পড়ে যান তিনি। তবে সেই হতাশা দূর করার দায়িত্ব নেন রুশ গোলকিপার।

টাইব্রেকারে চারটি শট ঠেকিয়ে দিয়ে ফ্ল্যামেঙ্গোর স্বপ্নভঙ্গ করে পিসজিকে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতালেন মাতভেই সাফানভ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেশ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিট শেষেওঃ ম্যাচের স্কোরে কোনো পরিবর্তন আসেনি। টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে অবিশ্বাস্য নৈপুণ্য দেখায় পিএসজির গোলকিপার। ফলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা নেয় লুইস এনরিকের দল। এ নিয়ে ২০২৫ সালে ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি।

এরপর অনেক চেষ্টা করেও আরেক গোলের দেখা আর পায়নি পিএসজি; নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় সপ্তাহ দুয়েক আগে চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সেরি আ জয়ী দলটি। এরপর শুরু পেনাল্টি শুট আউটের রোমাঞ্চ।

নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপরই সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এবং এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে পরাস্ত করতে পারেনি।

যদিও এগিয়ে যাওয়ার ওই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।

পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে অবশ্য উত্তেজনা জাগান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে, সাফানভের বিশ্বস্ত গ্লাভসে পিএসজির সব চিন্তা দূর হয়ে যায়। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দেওয়া মাত্র শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে যায় পিএসজির।

মূল ম্যাচে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পিএসজি। নবম মিনিটে ফাঁকা পোস্ট পেয়ে দূর থেকে শটে বল জালেও পাঠান ফাবিয়ান রুইস; কিন্তু তার আগ মুহূর্তেই বল বাইলাইন পার হয়ে যাওয়ায় ভিএআরের সাহায্যে কর্নার দেন রেফারি।

পজেশন ও আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট ঝাঁপিয়ে আটকালেও, গোলমুখে ছুটে যাওয়া কাভারাৎসখেলিয়ার পায়ে বল যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক। প্রথম ছোঁয়ায় শটে অনায়াসে দলকে এগিয়ে নেন জর্জিয়ান ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ফাউল করলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ইতালিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার জর্জিনিয়ো।

অসুস্থতার কারণে দলের গত দু ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন দ’র ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী দেম্বেলে। ৭৮তম মিনিটে দুয়েকে তুলে তাকেই বদলি নামান পিএসজি কোচ।

মাঠে নামার পরপরই একটি হাফ-চান্স পান মঙ্গলবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড পাওয়া দেম্বেলে। কিন্তু তার শট রক্ষণে প্রতিহত হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও তিনি পারেননি অসাধারণ কিছু করতে।

টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা কেবলই পিএসজি গোলরক্ষক সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক ম্যাচ জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত জয় হয়েছে সাফানোভের প্রচেষ্টা। যা স্মরণীয় বছরের শেষদিকে আরেকটি শিরোপা এনে দিলো পিএসজির হাতে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবার চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও স্বদেশি লিগ সেরি আয় চ্যাম্পিয়ন হয়েছিল।

চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের অপূর্ণতা ঘুচিয়েছে পিএসজি। লুইস এনরিকের হাত ধরে ইতিহাস গড়ার পর জিতল ষষ্ঠ শিরোপা। তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টাইব্রেকারে সাফানভের অসাধারণ নৈপুণ্যে গ্লোবাল চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশের সময় : ০১:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ম্যাচের সব আলো একাই কেড়ে নিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের গোলকিপার মাতভেই সাফানভ। টাইব্রেকারে ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষের চার শট। ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা উসমান দেম্বেলের শট ফ্ল্যামেঙ্গোর গোলকিপার ঠেকিয়ে দিলে হতাশায় পড়ে যান তিনি। তবে সেই হতাশা দূর করার দায়িত্ব নেন রুশ গোলকিপার।

টাইব্রেকারে চারটি শট ঠেকিয়ে দিয়ে ফ্ল্যামেঙ্গোর স্বপ্নভঙ্গ করে পিসজিকে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতালেন মাতভেই সাফানভ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেশ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিট শেষেওঃ ম্যাচের স্কোরে কোনো পরিবর্তন আসেনি। টাইব্রেকারে খেলা গড়ালে সেখানে অবিশ্বাস্য নৈপুণ্য দেখায় পিএসজির গোলকিপার। ফলে ২-১ ব্যবধানে জিতে শিরোপা নেয় লুইস এনরিকের দল। এ নিয়ে ২০২৫ সালে ষষ্ঠ শিরোপা জিতল লুইস এনরিকের দল।

পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা এবং আক্রমণ আধিপত্য করা পিএসজি খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায়। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে জর্জিনিয়োর সফল স্পট কিকে সমতায় ফেরে ব্রাজিলের ক্লাবটি।

এরপর অনেক চেষ্টা করেও আরেক গোলের দেখা আর পায়নি পিএসজি; নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় সপ্তাহ দুয়েক আগে চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সেরি আ জয়ী দলটি। এরপর শুরু পেনাল্টি শুট আউটের রোমাঞ্চ।

নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপরই সাউল নিগেসের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন সাফানভ। এবং এরপর ফ্ল্যামেঙ্গোর আর কেউ তাকে পরাস্ত করতে পারেনি।

যদিও এগিয়ে যাওয়ার ওই সুযোগ কাজে লাগাতে পারেননি দেম্বেলে, উড়িয়ে মারেন তিনি। ফ্ল্যামেঙ্গোর দ্বিতীয় শুটার পেদ্রোর প্রচেষ্টাও সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে আটকে দেন। এরপর নুনো মেন্দেস সফল হলে ২-১ এ এগিয়ে যায়।

পিএসজির তৃতীয় শট নেওয়া ব্র্যাডলি বার্কোলার প্রচেষ্টা ঠেকিয়ে অবশ্য উত্তেজনা জাগান ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক। তবে, সাফানভের বিশ্বস্ত গ্লাভসে পিএসজির সব চিন্তা দূর হয়ে যায়। লিও পেরেইরার সোজাসুজি শট রুখে দেওয়ার পর, সাফানভ ডানদিকে ঝাঁপিয়ে লুইস আরাউহোর শট ঠেকিয়ে দেওয়া মাত্র শিরোপা জয়ের উৎসব শুরু হয়ে যায় পিএসজির।

মূল ম্যাচে প্রথম মিনিট থেকে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে পিএসজি। নবম মিনিটে ফাঁকা পোস্ট পেয়ে দূর থেকে শটে বল জালেও পাঠান ফাবিয়ান রুইস; কিন্তু তার আগ মুহূর্তেই বল বাইলাইন পার হয়ে যাওয়ায় ভিএআরের সাহায্যে কর্নার দেন রেফারি।

পজেশন ও আক্রমণে আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের শেষ দিকে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট ঝাঁপিয়ে আটকালেও, গোলমুখে ছুটে যাওয়া কাভারাৎসখেলিয়ার পায়ে বল যাওয়া ঠেকাতে পারেননি গোলরক্ষক। প্রথম ছোঁয়ায় শটে অনায়াসে দলকে এগিয়ে নেন জর্জিয়ান ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে ডি-বক্সে দে আরাসকায়েতাকে পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস ফাউল করলে পেনাল্টি পায় ফ্ল্যামেঙ্গো। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন ইতালিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার জর্জিনিয়ো।

অসুস্থতার কারণে দলের গত দু ম্যাচে খেলতে পারেননি এবারের ব্যালন দ’র ও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ী দেম্বেলে। ৭৮তম মিনিটে দুয়েকে তুলে তাকেই বদলি নামান পিএসজি কোচ।

মাঠে নামার পরপরই একটি হাফ-চান্স পান মঙ্গলবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড পাওয়া দেম্বেলে। কিন্তু তার শট রক্ষণে প্রতিহত হয়। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও তিনি পারেননি অসাধারণ কিছু করতে।

টাইব্রেকারে পিএসজি ও ফ্ল্যামেঙ্গো নিজেদের প্রথম শটে গোল পায়। কিন্তু এর পরের গল্পটা কেবলই পিএসজি গোলরক্ষক সাফানোভের। মাঝে উসমান দেম্বেলে উড়িয়ে মারার পর ব্র্যাডলি বারকোলার শট ঠেকিয়ে ফ্ল্যামেঙ্গোর গোলরক্ষক ম্যাচ জমিয়ে তোলেন। শেষ পর্যন্ত জয় হয়েছে সাফানোভের প্রচেষ্টা। যা স্মরণীয় বছরের শেষদিকে আরেকটি শিরোপা এনে দিলো পিএসজির হাতে। ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো এবার চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও স্বদেশি লিগ সেরি আয় চ্যাম্পিয়ন হয়েছিল।

চলতি বছর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের অপূর্ণতা ঘুচিয়েছে পিএসজি। লুইস এনরিকের হাত ধরে ইতিহাস গড়ার পর জিতল ষষ্ঠ শিরোপা। তাদের ট্রফি কেসে এবার একে একে উঠেছে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ আঁ, প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ।