Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ২০৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে টানা হারে শোচনীয় অবস্থা বাংলাদেশের। একই দশা পাকিস্তানেরও। তবে সাকিবদের অবস্থা আরও করুণ। তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাই এখন হুমকির মুখে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে পয়েন্ট টেবিলের সাতে থাকতে হবে। অপর দিকে পাকিস্তানের এখনও সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে যদি-কিন্তু ওপরে। ফলে ম্যাচটির গুরুত্ব আছে দুই দলের কাছেই। টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে আরও আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ার এখনও খোলা আছে তাদের জন্য। সে লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

টানা ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকেও ছিটকে পড়ার অনিশ্চয়তায় থাকা টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। শেখ মেহেদীর পরিবর্তে আজ দলে ফিরছেন তাওহীদ হৃদয়।

অপরদিকে, টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। সেমিফাইনালের লড়াইয়ের টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না পাকিস্তান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবর আজমের দল।

এর আগে মাত্র দুইবার বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে দুই দলের জয়-পরাজয়ের হার ফিফটি-ফিফটি। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

১৯৯৯ বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে বিধ্বস্ত করে ৬২ রানের জয় তুলে নেয় টাইগাররা। এরপর ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আসরে ৯৪ রানে বাংলাদেশকে হারিয়ে পরিসংখ্যানে সমতা টানে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ:

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপে টানা হারে শোচনীয় অবস্থা বাংলাদেশের। একই দশা পাকিস্তানেরও। তবে সাকিবদের অবস্থা আরও করুণ। তাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাই এখন হুমকির মুখে। সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে পয়েন্ট টেবিলের সাতে থাকতে হবে। অপর দিকে পাকিস্তানের এখনও সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে যদি-কিন্তু ওপরে। ফলে ম্যাচটির গুরুত্ব আছে দুই দলের কাছেই। টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে আরও আগেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দুয়ার এখনও খোলা আছে তাদের জন্য। সে লক্ষ্যে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান।

টানা ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকেও ছিটকে পড়ার অনিশ্চয়তায় থাকা টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে একাদশে এক পরিবর্তন নিয়ে। শেখ মেহেদীর পরিবর্তে আজ দলে ফিরছেন তাওহীদ হৃদয়।

অপরদিকে, টানা দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাবর আজমের দল। সেমিফাইনালের লড়াইয়ের টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না পাকিস্তান। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবর আজমের দল।

এর আগে মাত্র দুইবার বিশ্বমঞ্চে মুখোমুখি হয়েছিল দুই দল। তাতে দুই দলের জয়-পরাজয়ের হার ফিফটি-ফিফটি। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

১৯৯৯ বিশ্বকাপে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই অঘটনের জন্ম দেয় বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে বিধ্বস্ত করে ৬২ রানের জয় তুলে নেয় টাইগাররা। এরপর ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত আসরে ৯৪ রানে বাংলাদেশকে হারিয়ে পরিসংখ্যানে সমতা টানে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ:

আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আগা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।