Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পা রাখতে চায় দুই দলই। অস্ট্রেলিয়ার লক্ষ্য মিশন হেক্সা, দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল। কলকাতার ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অজিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে।

বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগেও একবার কপাল পুড়েছিল দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বার্মিংহামে ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে ৪ বলে ১ রান না করতে পারার আক্ষেপে পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। এর আগে পরে মিলিয়ে একদিনের ক্রিকেটের বিশ্ব আসরে আরও তিন বার শেষ চারে গিয়েও ফাইনালের টিকিট কাটতে পারেনি আফ্রিকানরা। সিডনি, ডার্বান, বার্মিংহামের সেসব ট্র্যাজেডি পেছনে ফেলা প্রোটিয়াদের সামনে আরও একবার ফাইনালে ওঠার লড়াই যেখানে আবারও প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের নকআউট পর্বে ‘চোকার্স’ তকমা থেকে এবার অন্তত বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনোবারই ফাইনালের টিকেট পায়নি, এর মধ্যে ১৯৯৯ এবং ২০০৭ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই কপাল পুড়েছিল প্রোটিয়াদের।

অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ শিরোপার সন্ধানে। শুরুটা নড়বড়ে হলেও বিশ্বকাপের মাঝপথে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিশ (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশের সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে পা রাখতে চায় দুই দলই। অস্ট্রেলিয়ার লক্ষ্য মিশন হেক্সা, দক্ষিণ আফ্রিকার প্রথম ফাইনাল। কলকাতার ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ এই ম্যাচে অজিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে।

বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগেও একবার কপাল পুড়েছিল দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের বার্মিংহামে ১৯৯৯ বিশ্বকাপের সেমিফাইনালে ৪ বলে ১ রান না করতে পারার আক্ষেপে পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। এর আগে পরে মিলিয়ে একদিনের ক্রিকেটের বিশ্ব আসরে আরও তিন বার শেষ চারে গিয়েও ফাইনালের টিকিট কাটতে পারেনি আফ্রিকানরা। সিডনি, ডার্বান, বার্মিংহামের সেসব ট্র্যাজেডি পেছনে ফেলা প্রোটিয়াদের সামনে আরও একবার ফাইনালে ওঠার লড়াই যেখানে আবারও প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের নকআউট পর্বে ‘চোকার্স’ তকমা থেকে এবার অন্তত বেরিয়ে আসতে চায় দক্ষিণ আফ্রিকা। এর আগে বিশ্বকাপে চারবার ১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সাল সেমিফাইনালে খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোনোবারই ফাইনালের টিকেট পায়নি, এর মধ্যে ১৯৯৯ এবং ২০০৭ সালে এই অস্ট্রেলিয়ার কাছেই কপাল পুড়েছিল প্রোটিয়াদের।

অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ শিরোপার সন্ধানে। শুরুটা নড়বড়ে হলেও বিশ্বকাপের মাঝপথে ঠিকই ঘুরিয়ে দাঁড়িয়েছে তারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিশ (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।