Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীবাড়ীতে নিজ বসত ঘর থেকে বৃদ্ধা মরদেহ উদ্ধার

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজ বসত ঘরের ভেতর থেকে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের পেটে ও শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজিলত বেগম টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তবে নিহতের বসতভিটা নদীতে ভাঙার পরে পাশ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও এলাকায় নিজের সন্তান ও পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, প্রতিদিনের মতো আজও (রোববার) সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, ওই বাড়িতে মা একাই থাকতেন। তবে এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু মা টাকা না দেওয়ায় মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামীও তার সঙ্গে থাকতেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

টঙ্গীবাড়ীতে নিজ বসত ঘর থেকে বৃদ্ধা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি : 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নিজ বসত ঘরের ভেতর থেকে ফজিলত বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় নিহতের পেটে ও শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফজিলত বেগম টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা। তবে নিহতের বসতভিটা নদীতে ভাঙার পরে পাশ্ববর্তী পাঁচগাও ইউনিয়নের মধ্য খলাগাঁও এলাকায় নিজের সন্তান ও পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফজিলত বেগমের ছেলে ফজল বলেন, প্রতিদিনের মতো আজও (রোববার) সকালে কাজের উদ্দেশ্যে আমি বাড়ি হতে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায় মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা আমার মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঁচড় লেগে আছে এবং তার পেটে কুপিয়ে রক্তাক্ত করে রেখেছে।

তিনি আরও বলেন, ওই বাড়িতে মা একাই থাকতেন। তবে এর আগে মায়ের কাছে কারা যেন টাকা চেয়েছিল, কিন্তু মা টাকা না দেওয়ায় মাকে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা তাদের নাম বলেনি। আমার মনে হচ্ছে তারাই আমার মাকে খুন করেছে।

এ বিষয়ে টংগিবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুহিদুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধা রাস্তার পাশের একটি ঘরে একাই বসবাস করতেন। তার ছেলে-মেয়েরা অন্যত্র বসবাস করেন। বৃদ্ধার স্বামীও তার সঙ্গে থাকতেন না। রাতের আঁধারে কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে। তার শরীরে রক্তাক্ত জখম রয়েছে। মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।