Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ২১৬ জন দেখেছেন

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এসময় অতির্কিতভাবে তার ওপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।

নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনার স্থানের এক দোকানদার বলেন, গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এসময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পাশের জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আবহাওয়া

মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবেদন জমা, ঢাকার বাইরে বিমান প্রশিক্ষণের সুপারিশ

ঝিনাইদহে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এসময় অতির্কিতভাবে তার ওপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারাল অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।

নাম প্রকাশ না করার শর্তে হামলার ঘটনার স্থানের এক দোকানদার বলেন, গোলাম সরোয়ার হোসেন মোল্লা একটি দোকানে বসে ছিলেন। এসময় মোস্তাক, পান্নু, হারুন, কামরুল ও মাসুদসহ কয়েকজন যুবক এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এরা সবাই পাশের জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। বিগত দিনে নজরুল মোল্লাসহ হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।