ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের সাধুহাটি মোড়ে এক ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছের আরও একজন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলা ব্যবসায়ীরা ফরিদপুর জেলার সালথা থানা ভাওয়ালদা ইউনিয়নের ফারুক মতব্বার (৪২), আনিচুর রহমান (৫৫) এবং আহত মতিয়ার রহমান।
আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজ সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে করে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ ৪ ব্যক্তি। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং একজন আহত হন। আহত মতিয়ারকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুইজন নিহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।