বিনোদন ডেস্ক :
বছরের শুরুতেই রাজকীয় প্রত্যাবর্তন করেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ চার বছর বিরতির পর ‘পাঠান’ ছবি দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন। এরপর থেকেই ভক্তদের অপেক্ষার পালা বাড়ে ‘জওয়ান’র জন্য। ধারণা করা হচ্ছে, ‘পাঠান’র মতো বক্স অফিসে ঝড় তুলবে ‘জওয়ান’ও। তেমনটাই আভাস মিলল ‘জওয়ান’র আগাম ঝলক তথা প্রিভিউতে।
সোমবার (১০ জুলাই) এই ছবির আগাম ঝলক প্রকাশ করা হবে, এ খবর আগেই জানানো হয়েছিল। অপেক্ষায় ছিলেন শাহরুখ অনুরাগীরা। সকাল সাড়ে দশটায় ভরপুর চমক নিয়ে প্রকাশ্যে এলো শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার। মাত্র দুই মিনিট ১২ সেকেন্ডে এত কিছু দেখিয়ে দিল এই ট্রেইলার, দর্শকদের মাথা ঘুরতে বাধ্য।
সিনেমার ট্রেলারে ‘পাঠান’ -এর কথাই মনে করালো। ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। ব্যান্ডেজ খুলেই নিজের ন্যাড়া লুকে চমকে দেন কিং খান। এ সময় তার মুখে সংলাপ ছিল, ‘আমি যখন ভিলেন হই তখন আমার সামনে কোনো নায়ক টিকতে পারে না।’ বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে দর্শকের মনে।
ট্রেলারের শুরুতেই দেখা যায়, পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। মুখোশের আড়ালেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। কখনও তিনি বন্দুক হাতে শত্রুপক্ষের বিনাশ করতে এগিয়ে যাচ্ছেন। কখনও বা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। আবার রোম্যান্টিক হিরোর ইমেজেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে জওয়ান-এর ট্রেলার জুড়ে নানা লুকে রয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে, ছবিতে ডাবল রোলে রয়েছেন তিনি।
সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের নায়িকা দক্ষিণি অভিনেত্রী নয়নতারা। এ খবর আগেই জানা গিয়েছিল। এবার আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে। লাল শাড়িতে বৃষ্টিতে ভিজে গুণ্ডাদের শায়েস্তা করতে দেখা গেছে তাকে। এ ছাড়াও দেখা গেছে বিজয় সেতুপতি, প্রিয়ামণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমার। বক্স অফিসে ফের শাহরুখ-সুনামি আসতে চলেছে, আগাম এই ঝলক দেখে এমনই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।