Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জেলেনস্কির সঙ্গে কথা বলতে প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার এই অবস্থানের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

সাংবাদিকদের তিনি বলেন, পুতিন নিজেই বলেছেন যে, প্রয়োজন পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে ইউক্রেইনে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্নে উঠতে পারে। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে যে কোনও চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

বিবিসি লিখেছে, পুতিন বারবারই ইউক্রেইনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এসেছেন। গত বছর মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে।

তবে ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, তাদের দেশে রাশিয়ার আগ্রাসন চলছে। তাছাড়া সামরিক শাসন জারি রয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা অসম্ভব।

ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে এ মুহূর্তে সৌদি আরবে বৈঠকে বসেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রাশিয়া তিন বছর আগে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা সরাসরি বৈঠক করছেন।

তবে এ আলোচনায় ইউক্রেইন বা ইউরোপের দেশগুলো নেই। এমন একটি সময়েই জেলেনস্কির সঙ্গে দরকার পড়লে বৈঠকে পুতিনের আগ্রহের কথা জানালেন তার মুখপাত্র পেসকভ।

তিনি বলেন, আমাদের জন্য মূল বিষয় হচ্ছে, লক্ষ্য অর্জন করা। আর অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ উপায়ই পছন্দ করি। প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই শান্তি আলোচনার জন্য তার প্রস্তুত থাকা নিয়ে বারবার কথা বলে আসছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জেলেনস্কির সঙ্গে কথা বলতে প্রস্তুত পুতিন

প্রকাশের সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কির আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিনের পক্ষ থেকে রাশিয়ার এই অবস্থানের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

সাংবাদিকদের তিনি বলেন, পুতিন নিজেই বলেছেন যে, প্রয়োজন পড়লে জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত। তবে ইউক্রেইনে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্নে উঠতে পারে। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে যে কোনও চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।

বিবিসি লিখেছে, পুতিন বারবারই ইউক্রেইনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এসেছেন। গত বছর মে মাসে জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে।

তবে ইউক্রেইনের কর্মকর্তারা বলছেন, তাদের দেশে রাশিয়ার আগ্রাসন চলছে। তাছাড়া সামরিক শাসন জারি রয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা অসম্ভব।

ইউক্রেইন যুদ্ধ অবসান নিয়ে এ মুহূর্তে সৌদি আরবে বৈঠকে বসেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রাশিয়া তিন বছর আগে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা সরাসরি বৈঠক করছেন।

তবে এ আলোচনায় ইউক্রেইন বা ইউরোপের দেশগুলো নেই। এমন একটি সময়েই জেলেনস্কির সঙ্গে দরকার পড়লে বৈঠকে পুতিনের আগ্রহের কথা জানালেন তার মুখপাত্র পেসকভ।

তিনি বলেন, আমাদের জন্য মূল বিষয় হচ্ছে, লক্ষ্য অর্জন করা। আর অবশ্যই আমরা আমাদের লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ উপায়ই পছন্দ করি। প্রেসিডেন্ট পুতিন শুরু থেকেই শান্তি আলোচনার জন্য তার প্রস্তুত থাকা নিয়ে বারবার কথা বলে আসছেন।