রংপুর জেলা প্রতিনিধি :
জুলাই সনদ বা জুলাই ঘোষণা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (০১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করে ছাড়ব। আমরা বাংলার প্রতি প্রান্তরে যাবো। সব মানুষকে আবার মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব।
জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহান শুরু হয়েছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, সরকার বা কেউ যদি মনে করে থাকে, হাজারও মানুষ যারা রাজপথে নেমে এসেছিলো তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা এখান থেকে ঘোষণা করছি, বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আবারো বাংলার তরুণ, শ্রমিক জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানাবো।
তিনি বলেন, আগামী ৩ আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে, ছাত্র-শ্রমিকদের সাথে নিয়ে ঢাকায় ঢুকবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ আদায় করে ছাড়বো।
নাহিদ ইসলাম বলেন, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি মানে দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এ কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলব। আবু সাঈদের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন- আমরা মানুষের কাছে তুলে ধরব। আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা।
তিনি বলেন, গত বছরের পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছিল। যে আন্দোলনে আবু সাঈদসহ লাখ লাখ তরুণ যোগ দিয়েছিল। পরে সেই আন্দোলন গণবিস্ফোরণে রূপ নেয়। সেই সময় আবু সাঈদের মৃত্যু স্বৈরাচার পতনের ক্ষেত্রে ক্রীড়নকের ভূমিকা পালন করে।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আমরা ১৬ জুলাই ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে। ঐ সময় শুনতে পাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে। তখন গোটা বাংলাদেশ শোকে, দ্রোহে বিক্ষোভে ফেটে পড়ে। সেই সময় আবু সাঈদের মৃত্যু আন্দোলনে অন্যদিকে মোড় নেয়। হাজারে লাখ তরুণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে পড়ে। যার ফলশ্রুতিতে স্বৈরাচার সরকারের পতন হয়।
তিনি বলেন, আমরা জুলাই পদযাত্রার ঘোষণা করেছি এবং আজকে থেকে সেই পদযাত্রার শুরু হয়ে গেছে। এই জুলাই পদযাত্রা দেশ গড়ার পদযাত্রা। আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। কিন্তু দেশ গঠনে যে উদ্যোম দরকার। সেই উদ্যোম নিয়ে রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। রাষ্ট্র গঠনের জন্যই মূলত আমাদের জুলাই পদযাত্রা। যার মাধ্যমে সারাদেশে, ৬৪ জেলায় আমরা যাব। মানুষের সঙ্গে কথা বলব। তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে জীবন দিল, সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা তুলে ধরবো। তাই আমরা পদযাত্রা শুরু করেছি রংপুরের পীরগঞ্জ শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।