নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সরকার সবার বিষয়ে নিরপেক্ষ।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, আমরা সবার বিষয়ে সমান। আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করছি। সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার প্রতি আমরা সমান নিরপেক্ষ আছি। আমরা মনে করি সবাই আমাদের অংশীজন।
প্রেস সচিব বলেন, ঐকমত্য কমিশনের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। আগামী ১২ কার্যদিবসে দ্বিতীয় দফার আলোচনা সমাপ্ত হবে আশা করি।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দিবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষে। জুলাই আন্দোলনে যারা অংশীদার আমরা সবার জন্য সমানভাবে কাজ করছি।
সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, সম্প্রতি লন্ডনে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যৌথ বিবৃতি প্রচার করায় এনসিপি ও গণঅধিকার পরিষদ অভিযোগ করেছে যে, প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। জবাবে প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তারা সবাই আমাদের অংশীদার। আমরা তাদের সবার কথাই শুনছি। সবার প্রতি আমাদের আচরণ নিরপেক্ষ।
উল্লেখ্য, যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ত্রিশটি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।