স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে জিম্বাবুয়ে। দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা সোমবার (১৬ ডিসেম্বর) বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় জিম্বাবুয়েকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির মন্থর ওভার রেটের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করার কারণের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।
জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
গত শনিবারের ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। সঙ্গে তিন টি-টোয়েন্টির সিরিজটিও হারে তারা ২-১ ব্যবধানে।