স্পোর্টস ডেস্ক :
টানা আক্রমণে দুর্বল জিব্রাল্টারের রক্ষণকে পুরোটা সময় ব্যতিব্যস্ত করে রাখলেন এমবাপে-জিরুদরা। সুযোগও তারা পেলেন অসংখ্য। ম্যাচের সঠিক চিত্র যদিও স্কোরলাইনে ফুটে উঠছে না। তবে নিশ্চিতভাবেই বলা যায়, অনায়াসে জয় নিয়ে মাঠে ছাড়ল ফ্রান্স।
ইউরো বাছাইয়ে শুক্রবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রান্সের হয়ে গোল করেছেন অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে এবং আয়েমেন মৌয়েলি (আত্মঘাতি)।
এ নিয়ে দিদিয়ের দেশমের দল টানা তিন ম্যাচে জয় পেয়েছে। ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই রয়েছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্রিস। সোমবার গ্রিসের বিপক্ষে খেলতে নামবে ফরাসীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যাবে জিব্রালটার।
দুই দলের মাঝে শক্তির পার্থক্য যতটা, ফিফা র্যাঙ্কিংয়েও ব্যবধান ততটাই। র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা দল ফ্রান্স, আর জিব্রাল্টারের অবস্থান ২০১-এ।
ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নিয়ে নেয় অলিভিয়ের জিরু। কিংসলে কোম্যানের ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে জিব্রাল্টারের জালে বল জড়ান ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করা অলিভিয়ের জিরু। এ নিয়ে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ৫৪টি। এছাড়া এসি মিলানের এই স্ট্রাইকার ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার গৌরব অর্জন করেন। থিয়েরি অঁরির সমান ১২৩ ম্যাচ খেলেছেন তিনি।
প্রথমার্ধের বাকি সময়টা আর কোনো গোলই প্রায় হচ্ছিলো না। তবে, প্রথমার্ধের ইনজুরি সময়ে এসে ৪৫+৩ মিনিটে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। দ্বিতীয়ার্ধে গিয়ে ফ্রান্স আর কোনো গোল করতে পারেননি। তবে, ৭৮ মিনিটে আত্মঘাতি গোল করে জিব্রাল্টারের পরাজয় আর ত্বরান্বিত করেন আয়েমেন মৌয়েলি। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।