Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাহাজের ধাক্কায় সেতু ভেঙে নদীতে ডুবল ৫ গাড়ি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৩ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ চীনের নানশা জেলার গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে গেছে। এতে একটি গণপরিবাহী বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়। দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে প্রচারিত ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ভাঙা। নিচে জাহাজটি আটকে পড়েছে। জাহাজটি কার্গো পরিবহন করছে বলে মনে হয়নি।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি সেতুকে ধাক্কা দেয়।

জাহাজটির ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানায় স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদনে জানানো হয়েছে, জাহাজ যে কোম্পানির, সেটি বলছে, তারা তদন্তে সহযোগিতা করছে।

এক প্রতিবেদনে এক বাসিন্দা বলেছেন, আশপাশের অঞ্চলে পানি সরবরাহ ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে।

সিসিটিভি প্রতিবেদনে বলছে, ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ শনাক্ত করতে পারে, সেতুটি শক্তিশালী করা দরকার। এর মধ্যে চারটি স্তম্ভে সংঘর্ষ এড়ানোর সুবিধা রাখার বিষয়টিও ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজগুলো সম্পন্ন করার সময়সীমা তিনবার পিছিয়েছে।

গুয়াংজুর অবস্থা পার্ল নদীর বদ্বীপে। চীনের মূল ভূখণ্ডে শহরটি অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর।

নানশা জেলায় ঘটনাটি ঘটে। এটি দক্ষিণ চীনের দ্রুতবর্ধনশীল বন্দর। ২০০৪ সালে চালুর পর প্রতি বছরই কার্গোর পরিমাণ বাড়ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

জাহাজের ধাক্কায় সেতু ভেঙে নদীতে ডুবল ৫ গাড়ি

প্রকাশের সময় : ০৮:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ চীনের নানশা জেলার গুয়াংজুতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় একটি সেতু ভেঙে গেছে। এতে একটি গণপরিবাহী বাসসহ পাঁচটি যানবাহন নদীতে ডুবে যায়। দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। তিনজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।

সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে প্রচারিত ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ভাঙা। নিচে জাহাজটি আটকে পড়েছে। জাহাজটি কার্গো পরিবহন করছে বলে মনে হয়নি।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জাহাজটি সেতুকে ধাক্কা দেয়।

জাহাজটির ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানায় স্থানীয় গণমাধ্যম।

প্রতিবেদনে জানানো হয়েছে, জাহাজ যে কোম্পানির, সেটি বলছে, তারা তদন্তে সহযোগিতা করছে।

এক প্রতিবেদনে এক বাসিন্দা বলেছেন, আশপাশের অঞ্চলে পানি সরবরাহ ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটেছে।

সিসিটিভি প্রতিবেদনে বলছে, ২০২১ সালের অক্টোবরে প্রাদেশিক কর্তৃপক্ষ শনাক্ত করতে পারে, সেতুটি শক্তিশালী করা দরকার। এর মধ্যে চারটি স্তম্ভে সংঘর্ষ এড়ানোর সুবিধা রাখার বিষয়টিও ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাজগুলো সম্পন্ন করার সময়সীমা তিনবার পিছিয়েছে।

গুয়াংজুর অবস্থা পার্ল নদীর বদ্বীপে। চীনের মূল ভূখণ্ডে শহরটি অন্যতম ব্যস্ত সমুদ্রবন্দর।

নানশা জেলায় ঘটনাটি ঘটে। এটি দক্ষিণ চীনের দ্রুতবর্ধনশীল বন্দর। ২০০৪ সালে চালুর পর প্রতি বছরই কার্গোর পরিমাণ বাড়ছে।