Dhaka শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানিতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : 

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এ সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ওই হতাহতের ঘটনা হয়। জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রবিবার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে। দ্রুত সেখানে অভিযান চালায় পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যান হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র টিম কার্জবাচ।

একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েক দিনব্যাপী অনুষ্ঠান। তবে হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে পুরো এলাকায়। হামলাকারীকে ধরতে স্থানীয় আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জার্মানিতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

প্রকাশের সময় : ১২:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, শহরটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এ সময় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে ওই হতাহতের ঘটনা হয়। জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রবিবার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। হামলার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অনুষ্ঠানস্থলে। দ্রুত সেখানে অভিযান চালায় পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এমন হামলা টের পাননি অনেকেই। হামলার পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যান হামলাকারী। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভয়াবহ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শহরের মেয়র টিম কার্জবাচ।

একই সঙ্গে তিনি বাতিল করেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর কয়েক দিনব্যাপী অনুষ্ঠান। তবে হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে পুরো এলাকায়। হামলাকারীকে ধরতে স্থানীয় আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।