Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে নাম জড়িয়েছিল ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের। মূলত, ‘ছায়াবাজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে এ জুটি আলোচনায় উঠে আসেন। জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা ব্যানার্জি।

অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত সায়ন্তিকা। আগামী মাসে ভারতে লোকসভা নির্বাচন। কিন্তু এবার তৃণমূলের টিকিট পাননি এই অভিনেত্রী। এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন সায়ন্তিকা। সেখানে উঠে আসে জায়েদ খান প্রসঙ্গ।

সঞ্চালক সায়ন্তিকার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন? জবাবে সায়ন্তিকা বলেন, ‘আমি যদি বাকুরায় ২৪ ঘণ্টা পড়ে থাকি, তবে কোথা থেকে প্রেম করব?’

আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

তবে জায়েদ খানের ভূয়সী প্রশংসা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ‘আমি কারো বিষয়ে মিথ্যা বলি না, কাউকে মিথ্যা অপবাদ দিই না। এখনো দেব না। জায়েদ খান ভীষণ ভালো একজন মানুষ। আমার শুটিং চলাকালীন উনি আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন, যথেষ্ঠ সম্মান দিয়েছেন।’

এর আগে জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে সায়ন্তিকা বলেছিলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

অন্যদিকে সায়ন্তিকার সঙ্গে জড়িয়ে গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, ‘এসবই ষড়যন্ত্রের অংশ। একদল লোক সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ কোথায় যাচ্ছে, কখন কি করছে- এসবই জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সঙ্গে এসব ঘটছে।’

জায়েদ আরও বলেন, ‘আমি নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে, তাহলে কোনোভাবেই তাকে বাংলাদেশে আসতে দিত না। যেমনটা শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।’

গত বছর সায়ন্তিকা বাংলাদেশে এসেছিলেন একটি সিনেমা করতে। ‘ছায়াবাজ’নামের সে সিনেমায় তার বিপরীতে ছিলেন জায়েদ খান। ওই তাদের জড়িয়ে কথা উঠেছিল। এছাড়া নৃত্য পরিচালকের সঙ্গে দ্বদন্দ্বে জড়িয়েছিলেন সায়ন্তিকা। শেষ পর্যন্ত ছবিটি না করেই চলে যান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

প্রকাশের সময় : ০৯:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক : 

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে নাম জড়িয়েছিল ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানের। মূলত, ‘ছায়াবাজ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে এ জুটি আলোচনায় উঠে আসেন। জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা ব্যানার্জি।

অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত সায়ন্তিকা। আগামী মাসে ভারতে লোকসভা নির্বাচন। কিন্তু এবার তৃণমূলের টিকিট পাননি এই অভিনেত্রী। এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন সায়ন্তিকা। সেখানে উঠে আসে জায়েদ খান প্রসঙ্গ।

সঞ্চালক সায়ন্তিকার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, জায়েদ খানের সঙ্গে প্রেম করছেন? জবাবে সায়ন্তিকা বলেন, ‘আমি যদি বাকুরায় ২৪ ঘণ্টা পড়ে থাকি, তবে কোথা থেকে প্রেম করব?’

আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

তবে জায়েদ খানের ভূয়সী প্রশংসা করে সায়ন্তিকা ব্যানার্জি বলেন, ‘আমি কারো বিষয়ে মিথ্যা বলি না, কাউকে মিথ্যা অপবাদ দিই না। এখনো দেব না। জায়েদ খান ভীষণ ভালো একজন মানুষ। আমার শুটিং চলাকালীন উনি আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন, যথেষ্ঠ সম্মান দিয়েছেন।’

এর আগে জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে সায়ন্তিকা বলেছিলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

অন্যদিকে সায়ন্তিকার সঙ্গে জড়িয়ে গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খান বলেছিলেন, ‘এসবই ষড়যন্ত্রের অংশ। একদল লোক সবসময়ই জায়েদ খানের খোঁজ রেখে বেড়ায়। জায়েদ কোথায় যাচ্ছে, কখন কি করছে- এসবই জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি। সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই আমার সঙ্গে এসব ঘটছে।’

জায়েদ আরও বলেন, ‘আমি নিশ্চিত, যদি তারা জানতে পারত- সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে, তাহলে কোনোভাবেই তাকে বাংলাদেশে আসতে দিত না। যেমনটা শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটেছিল।’

গত বছর সায়ন্তিকা বাংলাদেশে এসেছিলেন একটি সিনেমা করতে। ‘ছায়াবাজ’নামের সে সিনেমায় তার বিপরীতে ছিলেন জায়েদ খান। ওই তাদের জড়িয়ে কথা উঠেছিল। এছাড়া নৃত্য পরিচালকের সঙ্গে দ্বদন্দ্বে জড়িয়েছিলেন সায়ন্তিকা। শেষ পর্যন্ত ছবিটি না করেই চলে যান তিনি।