Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জায়েদ খানের নায়িকা হয়ে বাংলাদেশে সায়ন্তিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কিছু দিন আগেই গুঞ্জন ছড়ায়, চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করবেন কলকাতার সায়ন্তিকা ব্যানার্জি। খবরটি নিয়ে বেশ হৈচৈ হয়। তবে জায়েদ অবশ্য বলেছিলেন, এমন কোনও প্রজেক্টে তিনি চুক্তিবদ্ধ হননি। কেবল কথাবার্তা হয়েছিল, তাও বহু আগে। সপ্তাহ তিনেক পর সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিলো। হ্যাঁ, একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।

বুধবার (৩০ আগস্ট) একটি ফ্লাইটে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এসময় তাকে ফুল দিয়ে স্বাগতম জানান আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে নায়িকার সঙ্গে চারটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। যেখানে দু’জনকে দেখা গেছে একই ফ্রেমে। ছবির ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘ছায়াবাজ’।

জায়েদ খান নিশ্চিত করে বলেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করবো। এখন বিমানে উঠছি কক্সবাজারে সিনেমাটির শুটিং করতে যাচ্ছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি সায়ন্তিকার। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।

ঢাকায় সায়ন্তিকা, বিমানবন্দরে শুভেচ্ছা জানালেন জায়েদ খান 

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

প্রথমবারের মতো কলকাতার কোনো নায়িকার সাথে জুটি বাঁধলেন জায়েদ খান। ছবিটি পরিচালনা করছেন, তাজু কামরুল।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

অনেক দিন ধরেই জায়েদ খান অভিনীত কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শিগগির এই খরা কাটবে বলে আশা করছেন তিনি। ইতোমধ্যে ‘বাহাদুরি’ ও ‘সোনার চর’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন জায়েদ। এবার শুরু করলেন নতুন প্রজেক্ট। সংগঠন নিয়ে দৌড়ঝাঁপ, বিদেশ সফরের ফাঁকে কাজেও মুখর হতে চাইছেন এই নায়ক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জায়েদ খানের নায়িকা হয়ে বাংলাদেশে সায়ন্তিকা

প্রকাশের সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

কিছু দিন আগেই গুঞ্জন ছড়ায়, চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নতুন ছবিতে অভিনয় করবেন কলকাতার সায়ন্তিকা ব্যানার্জি। খবরটি নিয়ে বেশ হৈচৈ হয়। তবে জায়েদ অবশ্য বলেছিলেন, এমন কোনও প্রজেক্টে তিনি চুক্তিবদ্ধ হননি। কেবল কথাবার্তা হয়েছিল, তাও বহু আগে। সপ্তাহ তিনেক পর সেই গুঞ্জনই সত্যি হয়ে ধরা দিলো। হ্যাঁ, একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন জায়েদ-সায়ন্তিকা।

বুধবার (৩০ আগস্ট) একটি ফ্লাইটে ঢাকায় আসেন কলকাতার এই অভিনেত্রী। এসময় তাকে ফুল দিয়ে স্বাগতম জানান আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। কক্সবাজারে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে নায়িকার সঙ্গে চারটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। যেখানে দু’জনকে দেখা গেছে একই ফ্রেমে। ছবির ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘ছায়াবাজ’।

জায়েদ খান নিশ্চিত করে বলেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করবো। এখন বিমানে উঠছি কক্সবাজারে সিনেমাটির শুটিং করতে যাচ্ছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি সায়ন্তিকার। কয়েকদিন আগে সাইন করেছি। চুক্তি না হলে কীভাবে বলব, তাই সেই সময়ে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সাথে নায়ক হলাম।

ঢাকায় সায়ন্তিকা, বিমানবন্দরে শুভেচ্ছা জানালেন জায়েদ খান 

এর আগে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ আগস্ট থেকে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার সিনেমায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। সেখানে উল্লেখ আছে, রং মাল্টিমিডিয়ার ব্যানারে ‘ছায়াবাজ’ সিনেমায় অভিনয় করবেন তিনি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন মো. মনিরুল ইসলাম।

প্রথমবারের মতো কলকাতার কোনো নায়িকার সাথে জুটি বাঁধলেন জায়েদ খান। ছবিটি পরিচালনা করছেন, তাজু কামরুল।

জানা গেছে, সিনেমাটি পরিচালনা করবেন তাজু কামরুল। নির্মাণ হবে পুরোপুরি বাণিজ্যিক ধারায়। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির চিত্রায়ণ।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

অনেক দিন ধরেই জায়েদ খান অভিনীত কোনও সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে শিগগির এই খরা কাটবে বলে আশা করছেন তিনি। ইতোমধ্যে ‘বাহাদুরি’ ও ‘সোনার চর’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন জায়েদ। এবার শুরু করলেন নতুন প্রজেক্ট। সংগঠন নিয়ে দৌড়ঝাঁপ, বিদেশ সফরের ফাঁকে কাজেও মুখর হতে চাইছেন এই নায়ক।