Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন জসিম উদ্দিন রাহমানী

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির জেলার মোহাম্মদ লুৎফর রহমান।

মুফতি জসিম উদ্দিন বরগুনা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেফতার মুফতি জসীম উদ্দীন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে বেলা সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে, মুফতি জসিম উদ্দিনের মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করতে থাকেন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসীম উদ্দীন রাহমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, ইসলামি আলোচক মুফতি জসীম উদ্দীন রাহমানীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠায় বিগত আওয়ামী লীগ সরকার। তিনি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি জঙ্গি সংগঠনের প্রধান বলে দাবি করে পুলিশ। তবে তার দাবি, তিনি জীবনে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ নামে কিছু শোনেননি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামিনে মুক্তি পেলেন জসিম উদ্দিন রাহমানী

প্রকাশের সময় : ১১:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধি : 

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারটির জেলার মোহাম্মদ লুৎফর রহমান।

মুফতি জসিম উদ্দিন বরগুনা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী মামলাসহ চারটি মামলায় গ্রেফতার মুফতি জসীম উদ্দীন রাহমানী হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাছাই-বাছাই শেষে বেলা সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এদিকে, মুফতি জসিম উদ্দিনের মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করতে থাকেন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় মুফতি জসীম উদ্দীন রাহমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, ইসলামি আলোচক মুফতি জসীম উদ্দীন রাহমানীকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করে কারাগারে পাঠায় বিগত আওয়ামী লীগ সরকার। তিনি আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি জঙ্গি সংগঠনের প্রধান বলে দাবি করে পুলিশ। তবে তার দাবি, তিনি জীবনে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ নামে কিছু শোনেননি।