Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামিন পেলেন এমপি বাচ্চু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

আচরণবিধি লঙ্ঘনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে রোববার (১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করে তাকে জামিন দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. সালাউদ্দিন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘এমপি মহিউদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এ ধারা জামিনযোগ্য। আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

জেলা আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন মামলাটি দায়ের করেছিল। ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালতে এ মামলা করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নিজের অতিথিদের থাপড়াতে চাইলেন পরীমণি!

জামিন পেলেন এমপি বাচ্চু

প্রকাশের সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

আচরণবিধি লঙ্ঘনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে রোববার (১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করে তাকে জামিন দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. সালাউদ্দিন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী অ্যাডভোকেট মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, ‘এমপি মহিউদ্দিন গ্রেপ্তারি পরোয়ানা জারির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এ ধারা জামিনযোগ্য। আদালত শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।

জেলা আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন মামলাটি দায়ের করেছিল। ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিনের আদালতে এ মামলা করেন।