Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর সদর উপজেলায় লক্ষ্মীরচর এলাকায় শত্রুতার জেরে তিনবারের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো.আহসান আলী (৫৪) সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি টানা তৃতীয়বারের ইউপি সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি একজন পাট ব্যবসায়ী। তার ছোটভাইকে কুপিয়ে আহত করার ঘটনার একটি মামলার বাদী ছিলেন আহসান আলী।

নিহতের স্বজনেরা জানান, গতকাল দুপুরে আহসান আলী লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টিসিবির পণ্যের স্লিপ বিতরণ করেন আহসান আলী। সেখান থেকে বাড়ি ফেরার সময় ইউনিয়নের মৌল্লাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আহসান আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আহসান আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

নিহতের ছোট ভাই মো. বকুল মিয়া বলেন, আমার ভাই এলাকায় জনপ্রিয় মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। প্রায় দেড় বছর আগে উপজেলার নান্দিনা বাজারে একই এলাকার কবীর মিয়ার নেতৃত্বে আমাকে কোপানো হয়। ওই মামলার বাদী হয়েছিলেন আমার বড় ভাই আহসান আলী। মামলায় কবীর মিয়া এক নম্বর আসামি।

তিনি আরও বলেন, ‘মামলা হওয়ার পর থেকে আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তারা। হুমকির বিষয়ে জিডিও (সাধারণ ডায়েরি) করা হয়েছে। আমাদের শঙ্কা, মামলার বাদী হওয়ার কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৪:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুর সদর উপজেলায় লক্ষ্মীরচর এলাকায় শত্রুতার জেরে তিনবারের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো.আহসান আলী (৫৪) সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি টানা তৃতীয়বারের ইউপি সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি একজন পাট ব্যবসায়ী। তার ছোটভাইকে কুপিয়ে আহত করার ঘটনার একটি মামলার বাদী ছিলেন আহসান আলী।

নিহতের স্বজনেরা জানান, গতকাল দুপুরে আহসান আলী লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে টিসিবির পণ্যের স্লিপ বিতরণ করেন আহসান আলী। সেখান থেকে বাড়ি ফেরার সময় ইউনিয়নের মৌল্লাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আহসান আলীকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আহসান আলীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে তিনি মারা যান।

নিহতের ছোট ভাই মো. বকুল মিয়া বলেন, আমার ভাই এলাকায় জনপ্রিয় মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। প্রায় দেড় বছর আগে উপজেলার নান্দিনা বাজারে একই এলাকার কবীর মিয়ার নেতৃত্বে আমাকে কোপানো হয়। ওই মামলার বাদী হয়েছিলেন আমার বড় ভাই আহসান আলী। মামলায় কবীর মিয়া এক নম্বর আসামি।

তিনি আরও বলেন, ‘মামলা হওয়ার পর থেকে আমার ভাইকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন তারা। হুমকির বিষয়ে জিডিও (সাধারণ ডায়েরি) করা হয়েছে। আমাদের শঙ্কা, মামলার বাদী হওয়ার কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’