Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জসওয়ালের ব্যাটে তাণ্ডব, কেকেআরকে বিধ্বস্ত করলো রাজস্থান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আরেকটি জয়সওয়ালময় রাতের সাক্ষী আইপিএল। কলকাতার মাঠ ইডেন গার্ডেন্সে বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালালেন তরুণ এই ব্যাটার। মাত্র ১৩ বলে পঞ্চাশ ছু্ঁয়ে আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। ভাঙলেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের আগের যৌথ দ্রুততম (১৪ বলে)  ফিফটির রেকর্ড।

জয়সওয়ালের ১৩ বলে ফিফটি টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এছাড়া সবচেয়ে দ্রুততম ১২ বলে ফিফটির রেকর্ড যৌথভাবে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাইয়ের।

Yashasvi Jaiswal takes a bow after hitting the winning runs, Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 2023, Kolkata, May 11, 2023

জয়সওয়ালের রেকর্ডময় রাতে ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার (১১ মে) ১৫০ রানের লক্ষ্য তাড়ায় ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারার পর জয় পেল রাজস্থান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে ৪১ বল হাতে নেমে জয় নিশ্চিত করে রাজস্থান।

আগে ব্যাট করতে নামা কলকাতা ২৯ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। ১০ রানে জ্যাসন রয়ের বিদায়ের পর ১৮ রানে উইকেট হারান রহমাউল্লাহ গুরবাজ। তিনে নেমে থিতু হন ভেঙ্কাটেশ। অপরপ্রান্তে যদিও কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান। কেবল ২২ রান করেন নিতিশ রানা। এছাড়া আন্দ্রে রাসেল ১০ ও রিংকু সিং ১৬ রান করেন। লড়তে থাকা ভেঙ্কাটেশের ৪২ বলে ৫৭ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় কলকাতা।

Yashasvi Jaiswal celebrates after slamming the fastest IPL fifty ever - off 13 balls, Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 2023, Kolkata, May 11, 2023

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই জস বাটলারকে হারায় রাজস্থান। এরপর ৬৯ বলে ২১ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাইসওয়াল ও সাঞ্জু স্যামসন। ১৩ বলে ফিফটি হাকিয়ে রেকর্ড গড়া জাইসওয়াল অপরাজিত থাকেন ৯৮ রানে। তার ৬২ বলের এই ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৫ ছক্কায়। ২৯ বলে দুই চার ও ৫ ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন স্যামসন।

১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে কলকাতা। শীর্ষে থাকা গুজরাটে টাইটান্সের পয়েন্ট ১৬। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে চেন্নাই সুপার কিংস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

জসওয়ালের ব্যাটে তাণ্ডব, কেকেআরকে বিধ্বস্ত করলো রাজস্থান

প্রকাশের সময় : ০১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আরেকটি জয়সওয়ালময় রাতের সাক্ষী আইপিএল। কলকাতার মাঠ ইডেন গার্ডেন্সে বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালালেন তরুণ এই ব্যাটার। মাত্র ১৩ বলে পঞ্চাশ ছু্ঁয়ে আইপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। ভাঙলেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের আগের যৌথ দ্রুততম (১৪ বলে)  ফিফটির রেকর্ড।

জয়সওয়ালের ১৩ বলে ফিফটি টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। এছাড়া সবচেয়ে দ্রুততম ১২ বলে ফিফটির রেকর্ড যৌথভাবে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হযরতউল্লাহ জাজাইয়ের।

Yashasvi Jaiswal takes a bow after hitting the winning runs, Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 2023, Kolkata, May 11, 2023

জয়সওয়ালের রেকর্ডময় রাতে ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার (১১ মে) ১৫০ রানের লক্ষ্য তাড়ায় ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ হারার পর জয় পেল রাজস্থান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে ৪১ বল হাতে নেমে জয় নিশ্চিত করে রাজস্থান।

আগে ব্যাট করতে নামা কলকাতা ২৯ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। ১০ রানে জ্যাসন রয়ের বিদায়ের পর ১৮ রানে উইকেট হারান রহমাউল্লাহ গুরবাজ। তিনে নেমে থিতু হন ভেঙ্কাটেশ। অপরপ্রান্তে যদিও কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান। কেবল ২২ রান করেন নিতিশ রানা। এছাড়া আন্দ্রে রাসেল ১০ ও রিংকু সিং ১৬ রান করেন। লড়তে থাকা ভেঙ্কাটেশের ৪২ বলে ৫৭ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় কলকাতা।

Yashasvi Jaiswal celebrates after slamming the fastest IPL fifty ever - off 13 balls, Kolkata Knight Riders vs Rajasthan Royals, IPL 2023, Kolkata, May 11, 2023

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই জস বাটলারকে হারায় রাজস্থান। এরপর ৬৯ বলে ২১ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাইসওয়াল ও সাঞ্জু স্যামসন। ১৩ বলে ফিফটি হাকিয়ে রেকর্ড গড়া জাইসওয়াল অপরাজিত থাকেন ৯৮ রানে। তার ৬২ বলের এই ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৫ ছক্কায়। ২৯ বলে দুই চার ও ৫ ছক্কায় ৪৮ রান করে অপরাজিত থাকেন স্যামসন।

১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে কলকাতা। শীর্ষে থাকা গুজরাটে টাইটান্সের পয়েন্ট ১৬। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে চেন্নাই সুপার কিংস।