আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে জয়ের সুবাস পেতে শুরু করেছেন তিনি। ফের হোয়াউট হাউজের দখল নিতে ট্রাম্পের দরকার আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন রিপাবলিকান সমর্থকরা। এরই মধ্যে রাস্তায় নেমে উল্লাস শুরু করেছেন তারা।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ট্রাম্পের কাছাকাছি চলেন কমলা। যদিও এ মুহূর্তে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ, সিনেট ইতোমধ্যে ট্রাম্পের দখলে চলে গেছে, প্রতিনিধি সভাতেও এগিয়ে রিপাবলিকানরা। পাশাপাশি সাতটি সুইং স্টেটের মধ্যে দুটিতে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত উঠেছে।
বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লেখা টুপি পরেছেন। কেউ আবার আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য বিজয়ী হিসেবে প্রচার করার পরপরই তার আনুষ্ঠানিক ওয়াচ পার্টিতে উপস্থিত সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।
শোনা যাচ্ছে, ফ্লোরিডায় নিজের প্রচারণা সদরদপ্তর থেকে সমর্থকদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ভাষণ দিতে চলেছেন ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের মধ্যে ফ্লোরিডায় তাঁর নির্বাচন শিবিরের সদর দপ্তরে বক্তব্য দিতে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে।
ট্রাম্প এরই মধ্যে দুই দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় জিতে গেছেন। আরও পাঁচ দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পই এগিয়ে আছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এখন পর্যন্ত ৪২টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।