Dhaka বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জন্মদিনে চমককে চমকে দিলেন স্বামী নাসির

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ২২১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভালোবাসার মানুষের জন্মদিনে সারপ্রাইজ দেয়া নতুন কিছু নয়। নাট্যাভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্মদিনে তেমনই চমক দেখালেন তার স্বামী নাসির। কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচিত হন তারা। এরপরই চমকের স্বামীর এর আগে দুই বিয়ে নিয়ে শুরু হয় সমালোচনা। এসবের মধ্যেই প্রিয়জনের জন্মদিন উদযাপন করলেন নাসির।

চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন নাসির। তিনি মনে করেন, চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন বিষয়টা তার জন্য ভাগ্যের। যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন অভিনেত্রীর স্বামী।

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এসকল বিলবোর্ড কোনো কমার্শিয়াল কাজেই ব্যবহার করা হয়।

তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি।

স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র। যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের কেক দেখা গেছে। এসময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে নাসির তার স্ত্রী চমককে মেনশন করে লিখেছেন, ‘সে আলাদা। এ জন্য ভেবেছিলাম তার জন্য আলাদা কিছু করব। এমন কিছু করার পরিকল্পনা ছিল, যা কেউ আগে করেনি। এ জন্যই এমনটা করলাম।’

তিনি আরও লিখেছেন, ‘প্রথমবার কারও জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিজিটাল বিলবোর্ড ব্যবহার করা হলো। তবে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়।’

এরপরই স্ত্রী চমকের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। বিপরীতে মন্তব্যের ঘরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, নাসিরের এমন শুভেচ্ছায় তিনি ভাষাহীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

জন্মদিনে চমককে চমকে দিলেন স্বামী নাসির

প্রকাশের সময় : ০৮:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

বিনোদন ডেস্ক : 

ভালোবাসার মানুষের জন্মদিনে সারপ্রাইজ দেয়া নতুন কিছু নয়। নাট্যাভিনেত্রী রুকাইয়া জাহান চমকের জন্মদিনে তেমনই চমক দেখালেন তার স্বামী নাসির। কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচিত হন তারা। এরপরই চমকের স্বামীর এর আগে দুই বিয়ে নিয়ে শুরু হয় সমালোচনা। এসবের মধ্যেই প্রিয়জনের জন্মদিন উদযাপন করলেন নাসির।

চমককে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করেন নাসির। তিনি মনে করেন, চমক তার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করেছেন বিষয়টা তার জন্য ভাগ্যের। যে কারণে এবার স্ত্রীকে খুশি করতে চমকের জন্মদিনে দারুণ একটি সারপ্রাইজের ব্যবস্থা করলেন অভিনেত্রীর স্বামী।

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে একটি বিলবোর্ডে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাসির। সাধারণত এসকল বিলবোর্ড কোনো কমার্শিয়াল কাজেই ব্যবহার করা হয়।

তবে নাসির চেয়েছেন স্ত্রীর জন্মদিনে ভিন্ন কিছু করতে। যে কারণে রাজধানীর ব্যস্ত সড়কের পাশে একটি বড় বিলবোর্ডে চমকের বেশ কিছু ছবি ব্যবহার করে স্ত্রীকে জন্মদিনের উপহার দিয়েছেন তিনি।

স্বামীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ উচ্ছ্বসিত চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ছবিতে দেখা মিলল সেই চিত্র। যেখানে বিলবোর্ডে চমকের ছবি ও অভিনেত্রীর সামনে জন্মদিনের কেক দেখা গেছে। এসময় তার স্বামী নাসিরও পাশেই ছিলেন।

সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে নাসির তার স্ত্রী চমককে মেনশন করে লিখেছেন, ‘সে আলাদা। এ জন্য ভেবেছিলাম তার জন্য আলাদা কিছু করব। এমন কিছু করার পরিকল্পনা ছিল, যা কেউ আগে করেনি। এ জন্যই এমনটা করলাম।’

তিনি আরও লিখেছেন, ‘প্রথমবার কারও জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিজিটাল বিলবোর্ড ব্যবহার করা হলো। তবে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়।’

এরপরই স্ত্রী চমকের উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। বিপরীতে মন্তব্যের ঘরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, নাসিরের এমন শুভেচ্ছায় তিনি ভাষাহীন।