ছবিটা অনেক পুরনো। মহামারী করোনাভাইরাসের আগ্রাসীর মধ্যে নতুন করে এই ছবি আশার আলো দেখাচ্ছে। সে কারণে পুরনো এই ছবিটা নতুন করে ভাইরাল হয়েছে।
মায়ের পেট থেকে বেরিয়েই চিকিৎসকের সার্জিক্যাল মাস্ক ধরে টান দিয়েছে এক নবজাতক। করোনাভাইরাসের আতঙ্কে থাকা মানুষজন এই ছবি নিয়ে আশা দেখছে।
করোনা পূর্ববতী অবস্থায় ফিরে যাওয়ার ইচ্ছা গোটা বিশ্বের মানুষের। যে সময়ে বাড়ির বাইরে পা দেওয়ার সময় এত হিসেব করতে হতো না। ছিল না এতো আতঙ্ক।
ছবিটি যেন সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে নেটিজেনদের এবং আশার আলো দেখাচ্ছে, আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী। যখন মাস্ক আর বাধ্যতামূলক থাকবে না।
আরও পড়ুন : ট্রাম্পের ছেলে ব্যারোনও করোনায় আক্রান্ত হয়েছিল
সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন দুবাইয়ের একজন গাইনোকোলজিস্ট সামের চিয়াব। তিনি লিখেছেন, আমরা সবাই চাই এই মাস্কটা খুলতে ফেলতে। কেবল একটি মাত্র ইঙ্গিতের প্রয়োজন।
সেই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। শেয়ার করে একজন লিখেছেন, এটাই ২০২০ সালের ছবি।
আরেকজন লিখেছেন, এই সময়টা আবার ফিরবে। যেদিন আর মাস্ক পরতে হবে না।