Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয় নাট্যনির্মাতা রিংকু আটক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি জানিয়েছেন।

তবে কী অভিযোগে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন রাফাত মজুমদার রিংকু। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেও তাকে আটক করা হতে পারে।

রিংকুকে আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম ভোর ৫টার দিকে ছুটে যান গুলশান থানায়। সেখানে গিয়ে কথা বলেন রিংকুর সঙ্গে।

আশরাফুল আলম এ প্রসঙ্গে বলেন, মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বার বার বলছিল, আমিতো দেশের কিংবা ব্যক্তিগত ভাবে কারও কোনও ক্ষতি করিনাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনাই। তাহলে আমি এখানে কেন? কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।

এদিকে রিংকুর চাচা শিমুল মঙ্গলবার বেলা ১১টা নাগাদ জানান, রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানান, নির্মাতা নাটকে ব্যস্ত হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচা বলেন, ‘রিংকু মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরায়ে দিছে।’

এদিকে রিংকুর গ্রেফতারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী, কুশলী।

রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‘তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে। এখন আছে গুলশান থানায়। কেন কী কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই।’

অভিনেত্রী তানজিন তিশা লেখেন, রিংকু ভাই কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। দ্রুত নির্মাতা রিংকু ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

অভিনেতা খায়রুল বাসার তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।’

কয়েক বছর আগে থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন। তার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। বেশিরভাগই দর্শকনন্দিত। এর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল ইত্যাদি।

নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জনপ্রিয় নাট্যনির্মাতা রিংকু আটক

প্রকাশের সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রোজিনা আক্তার বিষয়টি জানিয়েছেন।

তবে কী অভিযোগে রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন রাফাত মজুমদার রিংকু। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেও তাকে আটক করা হতে পারে।

রিংকুকে আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম ভোর ৫টার দিকে ছুটে যান গুলশান থানায়। সেখানে গিয়ে কথা বলেন রিংকুর সঙ্গে।

আশরাফুল আলম এ প্রসঙ্গে বলেন, মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বার বার বলছিল, আমিতো দেশের কিংবা ব্যক্তিগত ভাবে কারও কোনও ক্ষতি করিনাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনাই। তাহলে আমি এখানে কেন? কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।

এদিকে রিংকুর চাচা শিমুল মঙ্গলবার বেলা ১১টা নাগাদ জানান, রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানান, নির্মাতা নাটকে ব্যস্ত হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চাচা বলেন, ‘রিংকু মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো। মূলত সেই সূত্রে শত্রুতা করে কেউ ধরায়ে দিছে।’

এদিকে রিংকুর গ্রেফতারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী, কুশলী।

রিংকু আটকের খবর শুনে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, ‘তরুণ নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু আটক। এই মধ্যরাতে তার আটকের খবরটা জানানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কিন্তু রাত সাড়ে বারোটার দিকে ফোনটা আসে। আটক করা হয়েছে রিংকুকে। এখন আছে গুলশান থানায়। কেন কী কারণে আটক জানা যায়নি। একজন নির্মাতা কে এত রাতে আটকের তীব্র প্রতিবাদ জানাই।’

অভিনেত্রী তানজিন তিশা লেখেন, রিংকু ভাই কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। দ্রুত নির্মাতা রিংকু ভাইকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

অভিনেতা খায়রুল বাসার তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।’

কয়েক বছর আগে থেকে তিনি নিয়মিত নাটক নির্মাণ করছেন। তার নির্মিত নাটকের সংখ্যা দেড় শতাধিক। বেশিরভাগই দর্শকনন্দিত। এর মধ্যে রয়েছে রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙর, রিকশা গার্ল ইত্যাদি।

নাটক নির্মাণ করে রাফাত মজুমদার রিংকু দীপ্ত টিভি অ্যাওয়ার্ড, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন।