Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমনি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশের আলোচিত নায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদির ধরেই ব্যস্ততায় কাটছে ভক্ত-নেটিজেনদের। এরমধ্যে আবার নতুন করে ‘ঘি ঢাললেন’ পরী নিজেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন। তবে আসল চমক লুকিয়ে ছিল মন্তব্যের ঘরে।

একজন মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’ না দিলেও পারতে, পরী!” উত্তরে পরীমনি মজার ছলে লিখেছেন, “কেবল তো শুরু! সারাজীবনই দেব।” আরেকটি মজার মুহূর্ত তৈরি হয় যখন শেখ সাদী সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। পরীমনি সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করেন, “লাল লাগবে আমার।”

গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর থেকে নিয়মিতই নতুন গান উপহার দিচ্ছেন ভক্তদের। তবে সম্প্রতি তিনি ভিন্ন এক কারণে আলোচনায় আসেন পরীমনির মামলায় জামিনদার হিসেবে তার নাম জড়িয়ে পড়ে।

এবার সেই আলোচনা নতুন রঙ পেল! পরীমনির রহস্যময় মন্তব্যগুলো কি নিছক মজার ছলে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? সময়ই হয়তো দেবে সেই উত্তর!

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছ্যাঁকা দেওয়া কেবল শুরু, সারাজীবনই দেব: পরীমনি

প্রকাশের সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক : 

দেশের আলোচিত নায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদির ধরেই ব্যস্ততায় কাটছে ভক্ত-নেটিজেনদের। এরমধ্যে আবার নতুন করে ‘ঘি ঢাললেন’ পরী নিজেই।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে শেখ সাদীর গাওয়া নতুন গান ‘মনে নাই দয়া’। এই গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন। তবে আসল চমক লুকিয়ে ছিল মন্তব্যের ঘরে।

একজন মন্তব্য করেন, “এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’ না দিলেও পারতে, পরী!” উত্তরে পরীমনি মজার ছলে লিখেছেন, “কেবল তো শুরু! সারাজীবনই দেব।” আরেকটি মজার মুহূর্ত তৈরি হয় যখন শেখ সাদী সাদা রঙের ভালোবাসার ইমোজি দেন। পরীমনি সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য করেন, “লাল লাগবে আমার।”

গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন। এরপর থেকে নিয়মিতই নতুন গান উপহার দিচ্ছেন ভক্তদের। তবে সম্প্রতি তিনি ভিন্ন এক কারণে আলোচনায় আসেন পরীমনির মামলায় জামিনদার হিসেবে তার নাম জড়িয়ে পড়ে।

এবার সেই আলোচনা নতুন রঙ পেল! পরীমনির রহস্যময় মন্তব্যগুলো কি নিছক মজার ছলে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কিছু? সময়ই হয়তো দেবে সেই উত্তর!