Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের পায়ের তলায় নুসরাত-যশ!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

রোববারের দিন। একটু বেড়াতে যেতে কার না মন চায়! তাই হয়ত গিয়েছিলেন নুসরাত জাহান। ছেলে ঈশানকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ। সেই ভিডিও ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে শেয়ার করেন। তাতেই অবাক নেটিজেনরা। তাদের অবাক হওয়ার কারণ পায়ের জুতা।

ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে ঈশানের পায়ের ছোট্ট ভিডিও-ই শেয়ার করেছেন নুসরাত। কিন্তু তাতে অবাক হওয়ার কী আছে? নুসরাতের একমাত্র সন্তানের পায়ের দুই জুতা দুটি রঙের। সাদা রঙের জুতোয় লেখা এনজে (NJ) অর্থাৎ নুসরত জাহান। আর মভ কালারে জুতায় লেখা ওয়াইডি (YD) অর্থাৎ যশ দাশগুপ্ত। বাবা-মা দুজনের ভালোবাসাই যেন ঈশানের পাথেয়। সেই কারণেই বোধহয় এমন জুতা খুদের।

নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পরই জল্পনা ছড়িয়েছিল, অভিনেত্রীর গর্ভের সন্তান নাকি আসলে অভিনেতা যশ দাশগুপ্তর। এই জল্পনায় সিলমোহর পরে যখন ঈশানের নাম নথিভূক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান অভিনেত্রী। এখন একসঙ্গেই থাকেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করেন।

বড়পর্দাতেও জুটি বাঁধছেন নুসরত-যশ। দেবরাজ সিনহার পরিচালনায় থ্রিলারধর্মী ‘শিকার’ ছবিতে দেখা যাবে দুজনকে। তারা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর পাশাপাশি আবার ‘ইয়ারিয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করছেন যশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ছেলের পায়ের তলায় নুসরাত-যশ!

প্রকাশের সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

রোববারের দিন। একটু বেড়াতে যেতে কার না মন চায়! তাই হয়ত গিয়েছিলেন নুসরাত জাহান। ছেলে ঈশানকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী-সাংসদ। সেই ভিডিও ইনস্টাগ্রামে স্টোরি হিসেবে শেয়ার করেন। তাতেই অবাক নেটিজেনরা। তাদের অবাক হওয়ার কারণ পায়ের জুতা।

ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে ঈশানের পায়ের ছোট্ট ভিডিও-ই শেয়ার করেছেন নুসরাত। কিন্তু তাতে অবাক হওয়ার কী আছে? নুসরাতের একমাত্র সন্তানের পায়ের দুই জুতা দুটি রঙের। সাদা রঙের জুতোয় লেখা এনজে (NJ) অর্থাৎ নুসরত জাহান। আর মভ কালারে জুতায় লেখা ওয়াইডি (YD) অর্থাৎ যশ দাশগুপ্ত। বাবা-মা দুজনের ভালোবাসাই যেন ঈশানের পাথেয়। সেই কারণেই বোধহয় এমন জুতা খুদের।

নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পরই জল্পনা ছড়িয়েছিল, অভিনেত্রীর গর্ভের সন্তান নাকি আসলে অভিনেতা যশ দাশগুপ্তর। এই জল্পনায় সিলমোহর পরে যখন ঈশানের নাম নথিভূক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান অভিনেত্রী। এখন একসঙ্গেই থাকেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করেন।

বড়পর্দাতেও জুটি বাঁধছেন নুসরত-যশ। দেবরাজ সিনহার পরিচালনায় থ্রিলারধর্মী ‘শিকার’ ছবিতে দেখা যাবে দুজনকে। তারা ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর পাশাপাশি আবার ‘ইয়ারিয়াঁ’ ছবির মাধ্যমে বলিউডেও ডেবিউ করছেন যশ।