Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ছুরি হামলার শিকার দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতা

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ কোরিয়ার মূল বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা লি জায়-মিউংয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলার সকালে বুসানে বিমানবন্দরের একটি নতুন জায়গা দেখতে গেছিলেন তিনি। সেখানেই তার উপর হামলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লি যখন এলাকায় পৌঁছান, তখন সেখানে যথেষ্ট ভিড় ছিল। এক ব্যক্তি অটোগ্রাফ নিতে লিয়ের সামনে পৌঁছান। লি অটোগ্রাফ দিতে গেলে ওই ব্যক্তি লিয়ের বাঁদিকে ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে পড়ে যান লি। তার গলায় প্রায় এক ইঞ্চির একটি ক্ষত তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন। কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেছিলেন। একজন তার ঘাড়ে কাপড় চাপা দিয়ে ধরে ছিলেন।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে, পুলিশ অজ্ঞাপরিচয় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০-এর মধ্যে। কেন সে লি-য়ের উপর আক্রমণ চালালো, তা এখনো স্পষ্ট নয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি-য়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার করবে বলে তিনি জানিয়েছেন। অপরাধীর শাস্তির দাবি করেছেন তিনি।

সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন। তার সমর্থকের ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন।

লি জায়ে-মিউং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।

বস্তুত, এর আগের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ভোটে হেরেছিলেন লি। দক্ষিণ কোরিয়ায় তিনি জনপ্রিয় রাজনীতিক। এর আগেও দক্ষিণ কোরিয়ায় একাধিকবার বিরোধী রাজনীতিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। যদিও সেখানে অস্ত্র আইন খুবই কঠোর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

ছুরি হামলার শিকার দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতা

প্রকাশের সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

দক্ষিণ কোরিয়ার মূল বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা লি জায়-মিউংয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলার সকালে বুসানে বিমানবন্দরের একটি নতুন জায়গা দেখতে গেছিলেন তিনি। সেখানেই তার উপর হামলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লি যখন এলাকায় পৌঁছান, তখন সেখানে যথেষ্ট ভিড় ছিল। এক ব্যক্তি অটোগ্রাফ নিতে লিয়ের সামনে পৌঁছান। লি অটোগ্রাফ দিতে গেলে ওই ব্যক্তি লিয়ের বাঁদিকে ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে পড়ে যান লি। তার গলায় প্রায় এক ইঞ্চির একটি ক্ষত তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ছুরিকাঘাতের পর লি চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন। কর্মকর্তারা তার চারপাশে ভিড় করেছিলেন। একজন তার ঘাড়ে কাপড় চাপা দিয়ে ধরে ছিলেন।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই তাকে সেখান থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে, পুলিশ অজ্ঞাপরিচয় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০-এর মধ্যে। কেন সে লি-য়ের উপর আক্রমণ চালালো, তা এখনো স্পষ্ট নয়।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি-য়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার করবে বলে তিনি জানিয়েছেন। অপরাধীর শাস্তির দাবি করেছেন তিনি।

সন্দেহভাজন ব্যক্তি অটোগ্রাফ নেওয়ার জন্য লির কাছে গিয়েছিলেন। তার সমর্থকের ভান করে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে ২০ থেকে ৩০ সেন্টিমিটার (৭.৯-১১.৮ ইঞ্চি) লম্বা অস্ত্র দিয়ে আক্রমণ করেন।

লি জায়ে-মিউং ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। রক্ষণশীল ইউন সুক-ইওলের কাছে তিনি অল্প ব্যবধানে পরাজিত হন।

বস্তুত, এর আগের প্রেসিডেন্ট নির্বাচনে খুব অল্প ভোটে হেরেছিলেন লি। দক্ষিণ কোরিয়ায় তিনি জনপ্রিয় রাজনীতিক। এর আগেও দক্ষিণ কোরিয়ায় একাধিকবার বিরোধী রাজনীতিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। যদিও সেখানে অস্ত্র আইন খুবই কঠোর।